কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করেছে দুই যুবক।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারের কাছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী রফিকুজ্জামান রফিকের বাড়িতে ঢুকে তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে মূল্যবান মালামল লুট করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে রফিকুজ্জামান রফিক তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সুযোগে পার্শ্ববর্তী এলাকার রনি (২৫) ও দিপু (২৪) রফিকের বাড়িতে যায়। দিপু বাড়ির বাইরে পাহারায় থাকে এবং রনি বাড়িতে ঢুকে রফিকের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে গলার স্বর্ণের চেইন, কানের দুল, আলমারিতে থাকা টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। রফিকের স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলেও ওই যুবককে আটক করতে পারেননি তারা। খবর পেয়ে খলিসাকুন্ডি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

নাজমুল হুদা বলেছেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/কাঞ্চন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

সম্পর্কিত নিবন্ধ