কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করেছে দুই যুবক।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারের কাছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী রফিকুজ্জামান রফিকের বাড়িতে ঢুকে তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে মূল্যবান মালামল লুট করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে রফিকুজ্জামান রফিক তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সুযোগে পার্শ্ববর্তী এলাকার রনি (২৫) ও দিপু (২৪) রফিকের বাড়িতে যায়। দিপু বাড়ির বাইরে পাহারায় থাকে এবং রনি বাড়িতে ঢুকে রফিকের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে গলার স্বর্ণের চেইন, কানের দুল, আলমারিতে থাকা টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। রফিকের স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলেও ওই যুবককে আটক করতে পারেননি তারা। খবর পেয়ে খলিসাকুন্ডি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

নাজমুল হুদা বলেছেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/কাঞ্চন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হুমকি দিলেও রাশিয়া-উত্তর কোরিয়ায় শুল্ক চাপাননি ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন কর’ ঘোষণা করে তাঁর পারস্পরিক শুল্ক পরিকল্পনা প্রকাশ করেছেন। এতে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ যেমন তীব্র আকার ধারণ করেছে, তেমনি উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার আশঙ্কাও।

হোয়াইট হাউসে রোজ গার্ডেনে নিজের বক্তৃতায় ট্রাম্প চীন, ভারত, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নির্দিষ্ট বিবরণসহ একটি চার্ট উঁচিয়েছিলেন।

এ তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া, কানাডা, মেক্সিকো, উত্তর কোরিয়া, কিউবা ও বেলারুশ। ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের তালিকায় কেন এসব দেশের নাম নেই, তার কারণ ব্যাখ্যা করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, এসব দেশের ওপর আগে থেকেই বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। যে কারণে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য খুবই সামান্য।

সম্পর্কিত নিবন্ধ