হয়ে গেল বাবা-মায়ের শেষকৃত্য, আরাধ্য জানল না কিছুই
Published: 3rd, April 2025 GMT
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ৬ বছরের শিশু আরাধ্য। বুধবার একই ঘটনায় মারা যান আরাধ্যর বাবা দিলীপ কুমার ও মা সাধনা রানী। আজ সকালেই সম্পন্ন হয়েছে তাদের শেষকৃত্য। অথচ একমাত্র মেয়ে জানে না তার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না বাব-মার। মামাও বেঁচে না থাকায় আরাধ্যর এখন একমাত্র ভরসা বৃদ্ধ দাদু দুলাল বিশ্বাস।
বন্ধু ও নিকট আত্মীয়দের সঙ্গে মাইক্রোবাসে বুধবার ভোরে ঢাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান দিলীপ, তার স্ত্রী সাধনা রানী ও সাধনার বড় ভাইসহ ১০ জন। গুরুতর আহতাবস্থায় বেঁচে যায় দিলীপের একমাত্র মেয়ে আরাধ্য ও সাধনার বড় ভাইয়ের ছেলে।
দিলীপের বাল্য বন্ধু শোভন কুমার কাজল বলেন, তারা বুধবার সকাল ১০টার দিকে জানতে পারেন সড়ক দুর্ঘটনায় দিলীপ ও তার স্ত্রী মারা গেছেন। বেঁচে আছে মেয়ে আরাধ্য। এ পরিবারে আরাধ্যর দায়িত্ব নেওয়ার মতো আর কেউ বেঁচে নেই। দিলীপের বাবা বয়স্ক ব্যক্তি। একমাত্র দিলীপ ছিল তাদের ভরসা।
তিনি বলেন, দিলীপের তিন বোনই বিধবা। দুই বোন পশ্চিমবঙ্গে আর এক বোন দেশে থাকেন। তবে তাদেরও আর্থিক অবস্থা ভালো না। আরাধ্যর মামাও একই দুর্ঘটনায় মারা গেছেন।
আরাধ্যর দাদু দিলীপের বাবা দুলাল বিশ্বাস জানান, তিনি একেবারেই অক্ষম। তারপরও তার এখন বেঁচে থাকার অবলম্বন আরাধ্যকে তার কাছেই রাখবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত দ র ঘটন য় একম ত র আর ধ য
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’