নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ উসকানিমূলক বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে তাকে নাটোরের আদালতে পাঠানো হয়।

লালপুর থানার ওসি নাজমুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে ইমদাদুল হক লিটন।

স্থানীয়রা জানান, বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং ওই সাইনবোর্ডের ডিভাইস অপারেটর ইমদাদুল হক লিটনকে রাতে নিজ বাড়িতে থেকে আটক করে পুলিশ।

আরো পড়ুন:

নড়াইলে ছাত্র আন্দোলনে হামলা: আ.

লীগ নেতা গ্রেপ্তার 

বাগেরহাটে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১৬

মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বজলুর রহমান জানান, এ ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়। কীভাবে এটি ঘটল, তা এখনো বোঝা যাচ্ছে না।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় ডিভাইসটির অপারেটর ইমদাদুল হক লিটনকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/আরিফুল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ স ইনব র ড মসজ দ

এছাড়াও পড়ুন:

কথা হবে হিসাব করে...

সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের পঞ্চম দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় ‘রাঙা সকাল’। অতিথি: চিত্রনায়িকা তমা মির্জা। বেলা ১টা ৩০ মিনিটে ‘সিসিমপুর’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘ভালোবাসার নাম মিসিসিপি’। অভিনয়ে জোভান, আইশা খান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক ‘বিয়ের জ্বালা’। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম। রাত ৮টায় নাটক ‘ইন্দ্রজাল’। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি।

রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘এআই লাভ’। অভিনয়ে তৌসিফ, পড়শী। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘লাইজু’। অভিনয়ে মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান।

দীপ্ত টিভি

দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। বিকেল ৪টায় তুর্কি সিনেমা ‘গার্লস রবারি’। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘হাসনাহেনার গন্ধ’। অভিনয়ে সোহেল মণ্ডল, নাজিয়া হক অর্ষা। রাত ৮টায় একক নাটক ‘আপন মানুষ’। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘কথা হবে হিসাব করে’। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘রহিম-রূপবান’। অভিনয়ে আবু হুরায়রা তানভীর, আইশা খান।

নাগরিক টেলিভিশন

সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’। শিল্পী: আঁখি আলমগীর। সকাল ৮টায় নাটক প্রেমের হাফ সেঞ্চুরি। রাত ৮টায় নাটক ম্যাড লাভারস। অভিনয়ে মিশু সাব্বির, নাবিলা। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’। শিল্পী: খায়রুল ওয়াসি ও কানিজ খন্দকার।

সম্পর্কিত নিবন্ধ