চলচ্চিত্র দিবসে এফডিসিতে প্রবেশ নিষেধ
Published: 3rd, April 2025 GMT
জাতীয় চলচ্চিত্র দিবস আজ। ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদ্যাপন করা হয়। এর পর থেকে প্রতিবছর দিনটি উদ্যাপন করা হয়। প্রতিবছর দিনটি ঘিরে বিভিন্ন আয়োজন থাকলেও এবার তেমন আয়োজন চোখে পড়েনি।
জাতীয় চলচ্চিত্র দিবসে বিএফডিসিতে র্যালির বাইরে আর কোনো আয়োজন হয়নি। প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি শেষ হয় প্রধান ফটকে এসে। এর বাইরে চলচ্চিত্র–সংশ্লিষ্ট কোনো সংগঠনেরও কোনো উদ্যোগ চোখে পড়েনি। ঈদের ছুটির কারণে এবার তেমন আয়োজন হয়নি বলে জানিয়েছে বিএফডিসি থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। এবার কি তাহলে চলচ্চিত্র দিবসও গেছে ঈদের ছুটিতে!
এফডিসি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এফড স
এছাড়াও পড়ুন:
পেঙ্গুইন-পাখির স্থানেও শুল্ক
জনশূন্য ও বসতিহীন দ্বীপের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক চাপাবেন, তা হয়তো কেউই ধারণা করতে পারেননি। জনমানবহীন সেই দ্বীপপুঞ্জে শুধু বসবাস রয়েছে পেঙ্গুইন, সিল আর কিছু প্রজাতির পরিযায়ী পাখির। সেখানেও শুল্ক চাপিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সব বাণিজ্য অংশীদারের ওপর বেসলাইন ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা ছাড়াও ট্রাম্প প্রশাসনের তালিকায় অ্যান্টার্কটিকার ভারত মহাসাগরীয় জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আর হ্যাঁ, এই দুই দ্বীপে কোনো মানুষের বসবাস নেই।
হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ বর্তমানে যুক্তরাষ্ট্রের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর পাল্টায় যুক্তরাষ্ট্র একই হারে এসব দ্বীপের বিরুদ্ধে শুল্ক আরোপ করছে।
অস্ট্রেলিয়ার সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বের অন্যতম প্রত্যন্ত ও দূরবর্তী জনমানবহীন হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ। অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিকা প্রোগ্রাম অনুযায়ী, আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের পার্শ্ববর্তী ফ্রেম্যান্টল বন্দর থেকে জাহাজে চেপে হার্ড দ্বীপে পৌঁছাতে সময় লাগে অন্তত ১০ দিন। এসব দ্বীপে শুধু পেঙ্গুইন, সিল এবং পরিযায়ী পাখির বসবাস, যার মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংরক্ষিত কয়েকটি প্রজাতির পাখিও অন্তর্ভুক্ত রয়েছে। দ্য গার্ডিয়ান।