চ্যাম্পিয়ন্স লিগের আগে নিষেধাজ্ঞার শঙ্কায় রিয়ালের এক ঝাঁক তারকা
Published: 3rd, April 2025 GMT
উয়েফার নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর তার একটি বিতর্কিত অঙ্গভঙ্গি তদন্ত করছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। নিষেধাজ্ঞা পেলে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
গত ১২ মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬-এর দ্বিতীয় লেগে নাটকীয় পেনাল্টি শুটআউটে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচ চলাকালীন এবং পরবর্তী সময়ে রিয়ালের কয়েকজন খেলোয়াড়ের আচরণ তদন্ত করছে উয়েফা। বিশেষত রুডিগারের পাশাপাশি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবাইয়োসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে।
তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন রুডিগার। ম্যাচ শেষে অ্যাটলেটিকো সমর্থকদের উদ্দেশে ‘গলা কাটার’ অঙ্গভঙ্গি করেন তিনি, যা অনেকের কাছেই হুমকিসূচক মনে হয়েছে। উয়েফা এই আচরণকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করছে, যার ফলে তার নিষেধাজ্ঞার আশঙ্কা সবচেয়ে বেশি।
অন্যদিকে, এমবাপ্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অশোভন উদযাপনের। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, তিনি গোল উদযাপনের সময় বিতর্কিত অঙ্গভঙ্গি করেছেন। যদিও এটি গুরুতর শৃঙ্খলাভঙ্গ নয় বলে মনে করা হচ্ছে। একই কারণে ভিনিসিয়ুস ও সেবাইয়োসকেও শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপ্পে, ভিনিসিয়ুস ও সেবাইয়োসের শাস্তি তুলনামূলক হালকা হতে পারে। তাদের আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। অর্থাৎ, আগামী এক বছরে একই ধরনের আচরণ করলে তখন নিষেধাজ্ঞা কার্যকর হবে।
রুডিগারের শাস্তি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তদন্তে উয়েফা রুডিগারের অঙ্গভঙ্গি আগ্রাসী ও উসকানিমূলক হিসেবে দেখছে। শুক্রবার (৫ এপ্রিল) উয়েফা তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এতে আগামী ৮ এপ্রিল আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রুডিগার নাও খেলতে পারেন।
রিয়াল মাদ্রিদ উয়েফার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। নিষেধাজ্ঞা এলে দল সাজানো নিয়ে চাপে পড়বেন কোচ কার্লো আনচেলত্তি। আগামী ৮ এপ্রিল লন্ডনে আর্সেনালের বিপক্ষে প্রথম লেগ এবং ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগ খেলবে রিয়াল মাদ্রিদ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: তদন ত
এছাড়াও পড়ুন:
ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে
বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে চলছে মামলার শুনানি। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু, নাকি অবহেলা ছিল চিকিৎসকদের, তা খতিয়ে দেখছেন আদালত। কিংবদন্তির শেষ দিনগুলোয় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন চিকিৎসক, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে চলছে বিচার কার্যক্রম।
বাদীপক্ষ ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনার হয়ে আদালতে লড়ছেন আর্জেন্টাইন আইনজীবী ফের্নান্দো বার্লান্দো। এক টিভি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘পশুর সঙ্গে যেমন আচরণ করে, ডিয়েগোর সঙ্গে সেটাই করা হয়েছে। আদালতে যা কিছু দেখা গেছে, সেটাই প্রমাণ করে।’
আরও পড়ুনমেসির দেহরক্ষীকে নিষেধাজ্ঞা৪ ঘণ্টা আগেআর্জেন্টিনার টিভি চ্যানেল এলত্রেসে প্রচারিত অনুষ্ঠান ‘লা নোচে দে মিরথা’য় বার্লান্দো ব্যাখ্যা করেন, ২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনাকে হত্যা করা হয়েছিল—এটা প্রমাণ করাই তাঁর আইনি দলের লক্ষ্য, ‘অবহেলার বিষয়টি আমরা আগেই পেরিয়ে এসেছি। এখন তা বিচারিকভাবে প্রমাণের চেষ্টা করছি।’
এই পৃথিবীতে ডিয়েগোর অনুপস্থিতিতে লাভটা তৃতীয় পক্ষের, যারা তাঁর উত্তরাধিকার নয়। কিছু লোক আছে, যারা কিছু সন্দেহজনক চুক্তিপত্র সইয়ের মাধ্যমে তাঁর মৃত্যুর পরও লাভবান হচ্ছে, এমনকি তাঁর ওপর ভর করে জীবিকা নির্বাহ করছে।ফের্নান্দো বার্লান্দো, ম্যারাডোনার মেয়ে দালমা ও জিয়ান্নিনার পক্ষের আইনজীবীবার্লান্দোর দাবি, পরিকল্পনা করে ছিয়াশির বিশ্বকাপ কিংবদন্তিকে মেরে ফেলা হয়েছে। চিকিৎসাজনিত অবহেলা তাঁর মৃত্যুর কারণ নয়, ‘আমি একমত, কোনো সন্দেহ নেই তাঁকে হত্যা করা হয়েছে।’ অনুষ্ঠানের উপস্থাপিকা আর্জেন্টাইন অভিনেত্রী ও সঞ্চালক মিরথা লেগ্রান্দ আইনজীবী বার্লান্দোর কাছে জানতে চান, ম্যারাডোনাকে মৃত্যুমুখে পতিত করা হয়েছে, নাকি হত্যা করা হয়েছে?’ বার্লান্দোর উত্তর, ‘ম্যারাডোনার মানসিক ও শারীরিক চিকিৎসার দায়িত্বে থাকা আটজন ইচ্ছাপ্রসূত হত্যার দায়ে জড়িত। কেউ যখন সবচেয়ে বাজে পরিস্থিতির সম্মুখীন হয়, এ ক্ষেত্রে যেটা মৃত্যু এবং তাদের আচরণে মনে হয় কিছুই হয়নি, তখন এটা হত্যা।’
ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ানিন্নার পক্ষের আইনজীবী ফের্নান্দো বার্লান্দো