গর্তের পানিতে প্রাণ হারাল ৪ বছরের শিশু
Published: 3rd, April 2025 GMT
ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির পাশে গর্তের পানিতে পড়ে নোমান আলী নামে ৪ বছর বয়সী এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিংগিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মো. নজিব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, নোমান খেলা করতে করতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের গর্তে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। বেশকিছু সময় পর বাড়ির পাশের গর্ত থেকে নোমানকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেছেন, খেলা করতে করতে পরিবারের সদস্যদের অগোচরে গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানতে পেয়েছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে শিশুটির লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হবে।
ঢাকা/হিমেল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষের জেরে পোশাক কারখানা বন্ধ ঘোষণা, ১০ শ্রমিক আটক
ছবি: প্রথম আলো