পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কুমিল্লার বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। কোটবাড়ী এলাকায় অবস্থিত ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহারে ঈদের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। স্বাভাবিক সময়ে দর্শনার্থীর সংখ্যা ৫০০ থেকে ২ হাজারের মতো থাকলেও ঈদের ছুটিতে এই সংখ্যা ৮ থেকে ১২ হাজার ছাড়িয়ে যাচ্ছে।

একই অবস্থা ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বিনোদনকেন্দ্রগুলোতেও। বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে শালবন বিহারের পাশাপাশি কুমিল্লায় ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় বিনোদনকেন্দ্র ম্যাজিক প্যারাডাইস পার্কেও দর্শনার্থীদের ঢল দেখা গেছে। কুমিল্লা নগরের নগর উদ্যান পার্ক বিনা খরচে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ঈদের দিন থেকে সেখানে যে পা ফেলার জায়গাও নেই মানুষের ভিড়ে।

কুমিল্লার পর্যটন সংশ্লিষ্টদের মতে, আবহাওয়া অনুকূলে থাকায় এবারের ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে বিনোদনকেন্দ্রগুলো। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করছেন।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের কোলাহলে মুখর হয়ে উঠেছে শালবন বিহার এলাকা। দর্শনার্থীদের কেউ ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখছেন, আবার কেউ ছবি তোলায় ব্যস্ত সময় পার করছেন। আবার অনেক সমবয়সীরা একত্র হয়ে আড্ডায় মেতে উঠছেন। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে ঈদের আনন্দের জোয়ারে ভাসতে দেখা গেছে সবাইকে।

ওয়াটার পার্কে আনন্দে মেতেছে নানা বয়সী মানুষ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ী এলাকায় অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্কে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ন দনক ন দ র শ লবন ব হ র

এছাড়াও পড়ুন:

মাদক সেবনে বাধা দেওয়ায় গ্রাম পুলিশের সদস্যকে হাতুড়িপেটা

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ