ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ দেয়, গুজব রটায়: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 3rd, April 2025 GMT
ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ দেয়, গুজব রটায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘তাদের কয়েকটি মিডিয়া রয়েছে, তাদের কাজ হলো শুধু গুজব রটানো। তাই আপনাদের (সাংবাদিকেরা) সঠিক সংবাদ দিয়ে গুজবকে হটাতে হবে।’
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর সেক্টর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি। এ অঞ্চলে যত সহিংসতার ঘটনা ঘটছে তার মূলে রয়েছে চাঁদাবাজি। এ চাঁদাবাজি বন্ধ করা না গেলে কোনো দিনই এখানে সমস্যার সমাধান হবে না।
যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় ও সমতলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের সময় সমতলে অনেক থানা থেকে অস্ত্র লুট হয়েছে। সেগুলো এখনো উদ্ধার হয়নি। এ অস্ত্রগুলো উদ্ধার করা গেলে অনেক সমস্যার সমাধান হবে। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই চাঁদাবাজির ছাড় দেওয়া যেন না হয়। সে যতই টাই-স্যুট পরা হোক। কেউ আইন হাতে নিলে ছাড় দেওয়া হবে না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পার্বত্যাঞ্চলের জীবনমানের উন্নয়ন দরকার। গরিবের জন্য যেসব টাকা বরাদ্দ দেওয়া হয়, সেগুলো যেন সঠিকভাবে পৌঁছায়। তার জন্য মনিটরিং করা হবে। কোনো অবস্থাতেই দুর্নীতি টলারেট করা হবে না। তবে এখানে সাধারণ মানুষের জীবনমানের যতটুকু উন্নতি হয়েছে, তা সেনাবাহিনীর দ্বারা হয়েছে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি এবং রাঙামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া সাজেক পর্যটনকেন্দ্র ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ২
চট্টগ্রাম নগরীর লাভলেইন এলাকায় ঝটিকা মিছিল বের করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে মিছিলটি বের করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
মিছিল নিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, মিছিলটি কোতোয়ালী থানার লাভ লেইন থেকে বের হয়ে নূর আহমদ সড়কের দিকে যায়। মিছিলে ১০ থেকে ১৫ জন অংশ নেন। ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা ফোর্স’। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা ফিরবে, রাজপথ কাঁপবে,’ ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ এমন নানা স্লোগান দেন। এ সময় অন্তবর্তী সরকারের বিরুদ্ধেও স্লোগান দেন তারা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘ভোরে লোকজনের চলাচল কম ছিল। দোকানপাটও বন্ধ ছিল। এসময় তারা কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’