জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ তাহমিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের পক্ষ থেকে শহীদ তাহমিদের পরিবারকে ঈদ শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। বুধবার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবম শ্রেণির শিক্ষার্থী শহীদ তাহমিদ ছাত্রদলের কর্মী ছিল। শেখ হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গত বছরের ১৮ জুলাই নরসিংদীর ভেলানগরের জেলখানা মোড় এলাকায় পুলিশের গুলিতে সে নিহত হয়।

ঈদুল ফিতর উপলক্ষে ছাত্রদলের নেতা-কর্মীরা শহীদ তাহমিদের পরিবারের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাহমিদের কবর জিয়ারত করে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া অন্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান বলেন, ছাত্রদল সব সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের নেতা-কর্মীরা আহত ও শহীদদের পরিবারের সবার খোঁজখবর রাখছেন। এরই ধারাবাহিকতায় শহীদ পরিবারের জন্য ঈদের উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে। পাশাপাশি যাঁরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, তাদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র পর ব র র ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

কলকাতার হয়ে ‘ডাবল সেঞ্চুরি’ নারিনের

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জয়ে আরও একটি ইতিহাস রচনা করলেন সুনীল নারিন। দলের জয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে কামিন্দু মেন্ডিসকে আউট করেন ক্যারিবিয়ান এই স্পিনার। সেই উইকেটেই কলকাতার জার্সিতে পূর্ণ করলেন নিজের ২০০তম উইকেট।  

পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একক দলের হয়ে ২০০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে মাত্র দুজনের। এই তালিকার শীর্ষে আছেন ইংলিশ অল-রাউন্ডার সামিত প্যাটেল, যিনি নটিংহ্যামশায়ারের হয়ে শিকার করেছেন ২০৮টি উইকেট। দ্বিতীয়জন হলেন নারিন, যিনি কলকাতার হয়ে গড়লেন এই দুর্লভ অর্জন।

এই তালিকায় নারিনের পেছনে আছেন আরও তিন বোলার। হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন ইংলিশ পেসার ক্রিস উড। চারে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গা। আর পাঁচ নম্বরে গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নেওয়া ডেভিড পেইন। 

নারিনের কলকাতার হয়ে ২০০ উইকেটের মধ্যে ১৮২টি এসেছে আইপিএলে, বাকি ১৮টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল যাত্রা শুরু করা নারিন এখনও পর্যন্ত একমাত্র এই দলের হয়েই খেলেছেন।

সম্পর্কিত নিবন্ধ