আগুন লাগা বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে প্রশংসায় ভাসছেন বৃদ্ধ শাহাবুদ্দিন
Published: 3rd, April 2025 GMT
ট্রেনের পাওয়ার কারের ভেতরে প্রথমে সামান্য ধোঁয়ার সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হওয়া শুরু করে। আগুনের সেই শিখা অন্য বগিতে ছড়ানোর আগেই ছুটে গিয়ে জ্বলন্ত পাওয়ার কারটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করেন মো. শাহাবুদ্দিন (৬৯) নামের এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনের কাছে মহুয়া কম্পিউটার ট্রেনে অগ্নিকাণ্ডে পাওয়ার কার বগি ও যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কলকাতার হয়ে ‘ডাবল সেঞ্চুরি’ নারিনের
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জয়ে আরও একটি ইতিহাস রচনা করলেন সুনীল নারিন। দলের জয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে কামিন্দু মেন্ডিসকে আউট করেন ক্যারিবিয়ান এই স্পিনার। সেই উইকেটেই কলকাতার জার্সিতে পূর্ণ করলেন নিজের ২০০তম উইকেট।
পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একক দলের হয়ে ২০০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে মাত্র দুজনের। এই তালিকার শীর্ষে আছেন ইংলিশ অল-রাউন্ডার সামিত প্যাটেল, যিনি নটিংহ্যামশায়ারের হয়ে শিকার করেছেন ২০৮টি উইকেট। দ্বিতীয়জন হলেন নারিন, যিনি কলকাতার হয়ে গড়লেন এই দুর্লভ অর্জন।
এই তালিকায় নারিনের পেছনে আছেন আরও তিন বোলার। হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন ইংলিশ পেসার ক্রিস উড। চারে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গা। আর পাঁচ নম্বরে গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নেওয়া ডেভিড পেইন।
নারিনের কলকাতার হয়ে ২০০ উইকেটের মধ্যে ১৮২টি এসেছে আইপিএলে, বাকি ১৮টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল যাত্রা শুরু করা নারিন এখনও পর্যন্ত একমাত্র এই দলের হয়েই খেলেছেন।