সৃজিতের ছবির নায়িকা আলেকজান্দ্রা টেলর!
Published: 3rd, April 2025 GMT
ছবি পরিচালনার ১৫ বছর পার করে ফেললেন সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি সেটাই উদযাপন করল কলকাতার প্রযোজনা সংস্থা এসভিএফ। পাশাপাশি, তাঁর আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’র প্রচারঝলক মুক্তিও ছিল এদিন। তারকাদের উপস্থিতিতে ঝলমলে সে আয়োজনে পরিচালককে ঘিরে তাঁর ছবির নায়িকাদের ভিড় ছিল।
‘কিলবিল সোসাইটি’র কৌশানী মুখোপাধ্যায় থেকে ‘এক যে ছিল রাজা’ ছবির রাজনন্দিনী পাল– সবাই উপস্থিত। ছিলেন সোহিনী সরকার, ইশা সাহা, ঋতাভরী চক্রবর্তী, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং আরও অনেকে। ভিড়ের মধ্যেও সবার চোখ ছিল ‘আবার প্রলয়’খ্যাত অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের ওপরে। কারণ আলেকজান্দ্রা ইতোমধ্যে একাধিক বাংলা ছবি এবং সিরিজে অভিনয় করে ফেলেছেন। তাঁকে বড়পর্দায় প্রথম দেখা গেছে অংশুমান প্রত্যুষের ‘ওগো বিদেশিনী’ ছবিতে। এ ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও তাঁকে দেখা গেছে ‘বাঘা যতীন’ ও ‘বাবুসোনা’ ছবিতে। প্রশ্ন রাখতে কৌতূহল উস্কে দিয়েছেন তিনি। এবার এই বিদেশি নায়িকা সৃজিতের ছবিতে থাকছেন কী? সে প্রশ্নের উত্তর জানিয়েছেন নায়িকা। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, ‘ছবি সই না করা পর্যন্ত কিছুই বলব না।’ তবে নায়িকার মুখ থেকে নিশ্চয়তা না পাওয়া গেলেও তিনি যে সৃজিতের সঙ্গে কাজ করছেন তা এক প্রকার নিশ্চিত। অভিনেত্রীর দাবি, ‘আমার আশা তেমনই কিছু ঘটতে চলেছে। বিষয়টি একমাত্র নিশ্চিত করতে পারবেন সৃজিত। আমার মনে হয় তাঁর সঙ্গে কথা বলা উচিত। আগামী পরিকল্পনা নিয়ে বিশদ কথা তাঁর বলা উচিত।’
পাশাপাশি, তিনি সৃজিতের পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। জানান, ১৫ বছর ধরে ছবি পরিচালনা খুব সহজ নয়। সৃজিত অত্যন্ত মেধাবী পরিচালক। তাঁর সঙ্গে পরিচালকের পরিচয় যে অতি সাম্প্রতিক নয়, এ কথাও জানাতে ভোলেননি। পাশাপাশি, বাংলা বিনোদন দুনিয়ার সমস্ত পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেন তিনি।
‘কিলবিল সোসাইটি’র মুক্তির পর সৃজিত সম্ভবত হাত দেবেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। এরপর ‘গোয়েন্দা কানাইচরণ’-এর কাজ শুরু করবেন তিনি। ছবির গল্প, চিত্রনাট্য তৈরি। কেবল অভিনেতা বাছাই বাকি। সেই কাজ কি তা হলে সবার অগোচরে শুরু করেছেন সৃজিত? আলেকজান্দ্রার মধ্যে কি ‘কুইন ভিক্টোরিয়া’কেই খুঁজে পেলেন তিনি? সে প্রশ্নই এখন সবার মনে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: নত ন স ন ম
এছাড়াও পড়ুন:
ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক শুরু
দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শুরু হয়েছে।
শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন তারা।
বিস্তারিত আসছে...