মহাকাশে তারা গঠনের বিরল দৃশ্য প্রথমবারের মতো ধারণ করল জেমস ওয়েব টেলিস্কোপ
Published: 3rd, April 2025 GMT
বিশাল মহাকাশজুড়ে নানা ধরনের মহাজাগতিক ঘটনা ঘটে থাকে। কিছু ঘটনা স্বাভাবিক, প্রায় সব সময় দেখা যায়। আবার কিছু ঘটনা অনেক বছর পরপর দেখা যায়। কখনো আবার ঘটনাগুলো কয়েক শতকের মধ্যে একবারই চোখে পড়ে। এমনই এক মহাজাগতিক ঘটনা ধারণ করেছে জেমস ওয়েব টেলিস্কোপ। মহাকাশে নতুন তারা গঠনের বিরল দৃশ্য প্রথমবারের মতো ধারণ করেছে টেলিস্কোপটি।
নতুন তারাটির নাম হারবিগ–হারো ৪৯/৫০। মহাকাশের দূরতম প্রান্তে থাকা নতুন তারাটি থেকে গ্যাস ও বাতাসের জেট নির্গত হওয়ার ছবি ধারণ করেছে জেমস ওয়েব টেলিস্কোপ। তারা গঠনের এই ছবি থেকে মহাকাশের অন্য তারাগুলোর গঠন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায় সম্পর্কে জানা যাবে। ছবিগুলো কাজে লাগিয়ে মহাকাশের প্রাথমিক পর্যায় সম্পর্কেও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
জেমস ওয়েব টেলিস্কোপের ছবিতে দেখা গেছে, লাল–কমলা কাঠামোর তারাটি থেকে নির্গত জেটের শক ওয়েভের সঙ্গে চারপাশে থাকা গ্যাস ও ধূলিকণার সংঘর্ষ ঘটছে। শুধু তা–ই নয়, শক ওয়েভ থেকে একটি বক্র কাঠামোও তৈরি হয়েছে, যা দ্রুত চলমান জেট ও তারার মধ্যে জটিল মিথস্ক্রিয়া সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ করে দিয়েছে।
হারবিগ–হারো ৪৯/৫০ তারা গঠনের ছবি থেকে বিজ্ঞানীরা বর্তমানে নক্ষত্রের প্রাথমিক পর্যায় সম্পর্কে জানার চেষ্টা করছেন। আমাদের সূর্য কীভাবে বিকশিত হয়েছে, সে সম্পর্কেও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
সূত্র: ডেইলি গ্যালাক্সি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা
কক্সবাজারের তরুণদের গানের দল পেনোয়া। গত বছর প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’ প্রকাশের পর আলোচনায় আসে ব্যান্ডটি। এর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে কনসার্টের ডাক পেতে থাকে তাঁরা। এবার নিজ শহরে হচ্ছে স্বপ্নপূরণ। প্রথমবারের মতো নগরবাউলের সঙ্গে একই মঞ্চে গান করার সুযোগ পাচ্ছেন তাঁরা। ২৬ এপ্রিল কক্সবাজারের একটি তারকা হোটেলে নগরবাউলের সঙ্গে প্রথমবার এক মঞ্চে উপকূলের ‘বাউল’রা।
আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডটির গীতিকার ও ভোকাল ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘কনসার্টটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত। নতুন একটা ব্যান্ড হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। নিজের শহরে নগরবাউলের সঙ্গে এক মঞ্চ শেয়ার করার সুযোগ আমাদের সদস্যদের অনেক অনুপ্রাণিত করেছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি, ভালো কিছু হবে।’
আরও পড়ুনজেমস বললেন, ‘আত্মজীবনী? একদমই না, নেভার’১৩ এপ্রিল ২০২৫পেনোয়া ব্যান্ডের সদস্যরা। ছবি: ব্যান্ডের সৌজন্যে