মদিনায় মুনাফেকির উদ্ভব হওয়ার কিছু সুস্পষ্ট কারণ ছিল। মক্কার প্রথম দিকের মুসলিমরা শক্তিশালী বা প্রভাবশালী ছিলেন না। যার ফলে তাদের দেখে অন্যরা তাদের পক্ষে আসতে রাজি হয়নি। মক্কার জনগণ, বিশেষত নেতৃবৃন্দ, নবীজির (সা.) প্রকাশ্যে বিরোধিতা করেছিল, মুসলিমদের ওপর অত্যাচার করেছিল এবং নতুন ধর্মের অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য যতটুকু সম্ভব করেছিল।

 এই অত্যাচারের ফলে অনেক মুসলিম আবিসিনিয়া এবং পরে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। কিছু মুসলিমকে এমন অত্যাচার সহ্য করতে হয়েছিল যে, তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এমনকি অনেক মুসলিম অত্যাচারের কারণে মৃত্যুবরণ করেছিলেন।

মদিনায় পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। নবীজি (সা.

) সেখানে হিজরত করার আগে দুইটি প্রভাবশালী উপজাতি, আউস ও খাযরাজের মধ্যে বেশ অনেক শক্তিশালী অনুসারী তৈরি করে নিয়েছিলেন। মদিনায় যখন হিজরত করেন, তত দিনে সেখানে ইসলামের জন্য অনুকূল পরিস্থিতি নিশ্চিত হয়েছিল। মদিনায় এমন কোনো পরিবার ছিল না, যেখানে ইসলামের অনুসারী ছিল না।

আরও পড়ুনঅর্থ বুঝে নামাজ পড়ার ফজিলত১৩ ফেব্রুয়ারি ২০২৫

তবে মদিনায় এমন অনেক ছিল যারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল, হয় তারা নবীজির (সা.) বার্তা শোনেনি বা তারা নবীজির (সা.) আগমনকে তাদের প্রভাবের জন্য হুমকি মনে করেছিল। তারা বুঝেছিল যে, মদিনায় মুহাম্মদ (সা.) এবং তার অনুসারীদের বিরুদ্ধে প্রকাশ্যে শত্রুতা করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা জানত যে, তাদের নিজের উপজাতির সদস্যদের একটি বড় অংশ আউস ও খাযরাজ মুসলিম হয়ে গেছেন এবং নবীজির (সা.) প্রতি নিষ্ঠাবান সমর্থন প্রদান করছেন। তাই যারা এখনো হৃদয়ে শির্‌ক ধারণ করে রেখেছে এবং নিজেদের মধ্যে বিরাগ পোষণ করছিল, তাদের কাছে একমাত্র বিকল্প ছিল মুনাফেকি প্রদর্শন করা। তারা মুসলিম হিসেবে নিজেদের তুলে ধরে ইসলামের দায়িত্ব পালন করছে বলে দাবি করত, কিন্তু আসলে তারা ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছিল।

প্রায়ই তাদের মুনাফেকির পরিচয় প্রকাশ হয়ে পড়ে। বিশেষ করে যখন মুসলিমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন তারা সব সময় এমন পরামর্শ দিতে থাকে যে, যা আসলে মুসলিমদের জন্য ক্ষতিকর। যদিও তারা কখনো নিজেদের অবিশ্বাসী বলত না, কিন্তু আসলে কুফরি অবস্থানে ছিল। তবে নবীজি (সা.) এবং তার সাহাবিরা তাদের প্রকৃত মুনাফেকি বুঝতে পেরেছিলেন।

আরও পড়ুনযেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ এল১২ ফেব্রুয়ারি ২০২৫

নবীজি (সা.) ছিলেন চারপাশে মুশরিকদের দিয়ে ঘেরা। তারা মদিনার রাষ্ট্রের বিরুদ্ধে একটি বড় পরাজয়ের জন্য যেকোনো সুযোগের সন্ধান করছিল। ওদিকে মদিনার ইহুদিরাও ইসলামকে শত্রু ভাবত। তারা মোনাফেকদের সঙ্গে একটি প্রাকৃতিক জোট তৈরি করে মুসলিমদের বিরুদ্ধে কাজ করতে থাকে।

 এ-সময় কোরআন বারবার তাদের ষড়যন্ত্রগুলো প্রকাশ করে নবীজি ও তার অনুসারীদের সতর্ক করে দেয়। তারা দ্রুত মহানবীর (সা.) অবস্থান শক্তিশালী করে এবং ইসলামের শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেয়। ফলে মোনাফেকরা শক্তিশালী একক দল বা সুস্পষ্ট শত্রু হিসেবে গড়ে উঠতে পারেনি। বরং ইসলামের অগ্রগতির সঙ্গে সঙ্গে তারা দুর্বল হতে থাকে এবং তাদের প্রভাব কমে যেতে থাকে। আল্লাহ তাদের কৌশলগুলো নস্যাৎ করে দেন এবং মহানবীকে (সা.) বিজয় দান করেন।

 সূত্র: অ্যাবাউট ইসলাম ডট কম

আরও পড়ুনজামাতে নামাজ পড়ার গুরুত্ব অনেক বেশি২৫ জানুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম র অন স র কর ছ ল র জন য মদ ন য় হয় ছ ল

এছাড়াও পড়ুন:

লোকসভার পর ভারতের রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ বিল পাস

ভারতের লোকসভার পর এবার রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে। দীর্ঘ ১২ ঘণ্টার বিতর্ক শেষে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে পাস হয় বিলটি। এর পক্ষে ভোট পড়ে ১২৮টি। আর বিপক্ষে ভোট দেয় ৯৫ জন সদস্য। খবর এনডিটিভি

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওয়াকফ বিল আইনে পরিণত হতে এখন কেবল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের অপেক্ষা। এরপরই বদলে যাবে ৭০ বছরের পুরোনো আইন। মুসলিমদের কল্যাণে দান করা জমিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়, যা বিক্রি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যায় না।

বুধবার (২ এপ্রিল) মুসলিম ও বিরোধীদের আপত্তির মুখে ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল পেশ করে বিজেপি সরকার। শরিকদের সমর্থন নিশ্চিত করেই পেশ করা হয় সংশোধনী বিল। তবে এই বিলের বিরুদ্ধে অবস্থান নেয় বিরোধী শিবির। তাদের দাবি এই বিল ভারতের সংবিধান পরিপন্থি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তন করা হয়েছে, এতে অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে এবং কোন সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হবে ও কোনটা হবে না, তা সরকারকে নির্ধারণের এখতিয়ার দেওয়ার কথা বলা হয়েছে।

মুসলিমরা বলছেন, নতুন আইনে ইসলামিক সম্পত্তি সরকার হস্তগত করবে সরকার। বিরোধীদের যুক্তি, এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের পরিচয় বহন করে না।

বিলের বিতর্কিত ধারাসমূহ
১. ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে দুইজন অমুসলিম সদস্য বাধ্যতামূলক।

২. কমপক্ষে পাঁচ বছর ইসলাম পালনকারী ব্যক্তিই কেবল ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন। বিরোধীদের মতে, এটি ধর্মীয় স্বাধীনতা ও সংবিধানের সমতা নীতির পরিপন্থী।

৩. সরকারি জমি ওয়াকফ দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবেন কালেক্টরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, যা পূর্ববর্তী ওয়াকফ ট্রাইবুনালের পরিবর্তে প্রস্তাব করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ