চাহিদা থাকলেও কমেছে ‘বরবাদ’ ছবির শো, বেড়েছে ‘দাগি’র
Published: 3rd, April 2025 GMT
এবার ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে ৬টি সিনেমার প্রদর্শনী হচ্ছে। সিনেমাগুলো হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ‘জ্বীন-৩’, ‘চক্কর’, ও ‘অন্তরাত্মা’। সিনেমা হলগুলোতে দেখা যাচ্ছে দর্শকের উপচে পড়া ভিড়। এবার দুই একটি ছাড়া প্রতিটি সিনেমাই তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। এরই মধ্যে জানা গেলো, স্টার সিনেপ্লেক্সে কমেছে ‘বরবাদ’ সিনেমার শো, বেড়েছে ‘দাগি’র শো।
স্টার সিনেপ্লেক্স সূতে জানা গেছে, ঈদের দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার শো ছিল ৩৪টি। পঞ্চম দিন থেকে শো চলবে ২৬টি। ঈদের দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে ‘দাগি’ সিনেমার শো ছিল ২১। পঞ্চম-দিন থেকে ‘দাগি’ সিনেমার শো চলবে ২৪টি।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, “ঈদের সিনেমার মধ্যে প্রায় সবগুলোই ভালো চলছে। শো বাড়া-কমার বিষয়টি নির্ভর করে দর্শকের ওপর। দর্শকের চাপ বাড়লে শো বাড়ে আবার চাপ কমলে শো কমে। শো কমা বাড়ার বিষয়টি মুখ্য নয়। আমাদের সব তথ্য ওয়েব সাইটে আছে সবাই সেখান থেকে দেখে নিতে পারেন।”
‘দাগি’ সিনেমা প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “শুরুর দিন থেকেই আমাদের ‘দাগি’ সিনেমা দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। চতুর্থ দিন পর্যন্ত আমরা সিনেপ্লেক্সের প্রত্যেকটি শাখা হাউসফুল দেখেছি। এজন্যই আমি ‘দাগি সিনেমাকে সুপার হিট বলে দাবি করেছি। এছাড়া ‘বরবাদ’ ও ‘জংলি’ সিনেমাও ভালো চলছে। আমি চাই মানুষ সিনেমাগুলো দেখুক।”
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পরিচালনা পর্ষদের ২৯৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
সভায় এফএসআইবির ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল আলম এফসিএমএ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ উপস্থিত ছিলেন।
এছাড়া, অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস।
ঢাকা/রাজীব