চাহিদা থাকলেও কমেছে ‘বরবাদ’ ছবির শো, বেড়েছে ‘দাগি’র
Published: 3rd, April 2025 GMT
এবার ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে ৬টি সিনেমার প্রদর্শনী হচ্ছে। সিনেমাগুলো হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ‘জ্বীন-৩’, ‘চক্কর’, ও ‘অন্তরাত্মা’। সিনেমা হলগুলোতে দেখা যাচ্ছে দর্শকের উপচে পড়া ভিড়। এবার দুই একটি ছাড়া প্রতিটি সিনেমাই তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। এরই মধ্যে জানা গেলো, স্টার সিনেপ্লেক্সে কমেছে ‘বরবাদ’ সিনেমার শো, বেড়েছে ‘দাগি’র শো।
স্টার সিনেপ্লেক্স সূতে জানা গেছে, ঈদের দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার শো ছিল ৩৪টি। পঞ্চম দিন থেকে শো চলবে ২৬টি। ঈদের দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে ‘দাগি’ সিনেমার শো ছিল ২১। পঞ্চম-দিন থেকে ‘দাগি’ সিনেমার শো চলবে ২৪টি।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, “ঈদের সিনেমার মধ্যে প্রায় সবগুলোই ভালো চলছে। শো বাড়া-কমার বিষয়টি নির্ভর করে দর্শকের ওপর। দর্শকের চাপ বাড়লে শো বাড়ে আবার চাপ কমলে শো কমে। শো কমা বাড়ার বিষয়টি মুখ্য নয়। আমাদের সব তথ্য ওয়েব সাইটে আছে সবাই সেখান থেকে দেখে নিতে পারেন।”
‘দাগি’ সিনেমা প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “শুরুর দিন থেকেই আমাদের ‘দাগি’ সিনেমা দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। চতুর্থ দিন পর্যন্ত আমরা সিনেপ্লেক্সের প্রত্যেকটি শাখা হাউসফুল দেখেছি। এজন্যই আমি ‘দাগি সিনেমাকে সুপার হিট বলে দাবি করেছি। এছাড়া ‘বরবাদ’ ও ‘জংলি’ সিনেমাও ভালো চলছে। আমি চাই মানুষ সিনেমাগুলো দেখুক।”
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বরেণ্য অভিনেতা মনোজ কুমার মারা গেছেন
বলিউডের বরেণ্য অভিনেতা মনোজ কুমার মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।
মনোজ কুমারের স্ত্রীও অসুস্থ। তবে এ অভিনেতার কয়েকজন আত্মীয় বিদেশে অবস্থান করায় আগামীকাল তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এ বিষয়ে চলচ্চিত্র পরিচালক মনোজ কুমারের পুত্র কুনাল গোস্বামী বলেন, “এটা ঈশ্বরের কৃপা যে শান্তিপূর্ণভাবে এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন তিনি। আগামীকাল দুপুর ১২টার দিকে পবন হংস শ্মশানে বাবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।”
বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার বেশ কিছুদিন ধরে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। তা ছাড়াও লিভার সিরোসিস ছিল মনোজ কুমারের। এই দুটো সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
আরো পড়ুন:
বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন শাহরুখের স্ত্রী
প্রাক্তনদের নিয়ে আমিরের ঈদ
মনোজ কুমারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতজুড়ে। ভারতের প্র্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। শোবিজ অঙ্গনের বড় বড় তারকারাও শোক জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন— অক্ষয় কুমার, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, পরিচালক অশোক পন্ডিত প্রমুখ।
বিস্তারিত আসছে...
ঢাকা/শান্ত