হামজার আগমনে র্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ
Published: 3rd, April 2025 GMT
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মাঠে ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ। আর সেটা সম্ভব হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা দেওয়ান চৌধুরীর পারফরম্যান্সে। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন। হন ম্যাচসেরাও।
হামজার প্রভাবে ফিফা র্যাংকিংয়ে ১২৬তম অবস্থানে থাকা ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) ফিফা প্রকাশিত র্যাংকিংয়ে দুইধাপ উন্নতি করে ১৮৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। যা গেল ১৪ মাসের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ। এদিকে বাংলাদেশের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়ে ফিফা র্যাংকিংয়েও অবনতি হয়েছে ভারতের। তারা একধাপ পিছিয়ে অবস্থান নিয়েছে ১২৭তম স্থানে।
ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ ৫.
আরো পড়ুন:
মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি
ট্যাক্স ফাঁকির মামলায় আদালতে রিয়াল কোচ আনচেলোত্তি
এশিয়া অঞ্চলে যথারীতি শীর্ষে আছে জাপান। তারা ফিফা র্যাংকিংয়ে রয়েছে ১৫তম স্থানে। এরপর রয়েছে ইরান। তারা আছে ১৮তম অবস্থানে। দক্ষিণ কোরিয়া ২৩ ও অস্ট্রেলিয়া আছে ২৬তম স্থানে।
এদিকে ফিফা র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পাওয়ায় তাদের পয়েন্ট বেড়েছে ১৮.৮১। মোট ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিওনেল স্কালোনির দল। ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে একধাপ উন্নতি করে স্পেন আছে দ্বিতীয় স্থানে। আর ১৮৫২.৭১ পয়েন্ট নিয়ে একধাপ পিছিয়ে ফ্রান্স রয়েছে তৃতীয় স্থানে। ১৮১৯.২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ ও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পঞ্চম স্থানে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল অবস থ ন
এছাড়াও পড়ুন:
এআইয়ের চমক নিয়ে বাজারে এল নতুন ফোন
এখন স্মার্টফোনের ব্যবহার শুধু প্রয়োজন থেকে নয়, স্টাইল ও সৃজনশীল কাজের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যমই বটে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মুঠোফোনের ব্যবহারে অন্য রকম অভিজ্ঞতা দিচ্ছে। সেই বিষয়কে মাথায় রেখে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ ফোনটি বাজারে এনেছে।
ফোনটির বিভিন্ন সুবিধা নিয়ে গত রোববার ঢাকায় একটি এক্সপেরিয়েন্স অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ফোনের বিভিন্ন সুবিধা সবার সামনে তুলে ধরা হয়। আয়োজনে নোট ৫০ সিরিজের চমক দেখাতে একটি ইন্টারঅ্যাকটিভ ইমারসিভ ওয়াকথ্রু জোন তৈরি করা হয়। নোট ৫০ সিরিজে ডিজাইন ও পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। নোট ৫০ সিরিজের নান্দনিক নকশা, উজ্জ্বল ডিসপ্লে এবং আধুনিক এআই সুবিধাকে কেন্দ্র করে প্রযুক্তির ব্যবহার দেখানো হয় অনুষ্ঠানে। ফোনের এআই সুবিধা, স্লিম ডিজাইন, স্মুথ ডিসপ্লে, ফাস্ট চার্জিং প্রযুক্তি ও উন্নত ক্যামেরার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
ইনফিনিক্স নোট ৫০ সিরিজের স্মার্টফোন নিয়ে ট্রানশনের সিনিয়র ব্র্যান্ড ও মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার ইফতেখান সানি বলেন, প্রযুক্তির সর্বশেষ চমক ও ডিজাইনকে গুরুত্ব দিয়ে গ্রাহকের সামনে নতুন মোবাইল বাজারে এনেছি আমরা। গ্রাহককে মুঠোফোনের মাধ্যমে অনুপ্রেরণা দিতে প্রযুক্তিগত ডিজাইনের বহুমাত্রিকতা দেখা যাবে এই ফোনে। ব্যবহারকারীদের সামনে শক্তিশালী পারফরম্যান্স ও নজরকাড়া ডিজাইনের চমক দেখাবে ইনফিনিক্স নোট ৫০ সিরিজের ফোনে।
নোট ৫০ প্রো স্মার্টফোনে রয়েছে আলট্রা-রেসিলিয়েন্ট আর্মরঅ্যালয় মেটাল ফ্রেম। ফোনটি যেকোনো পরিস্থিতিতে ব্যবহারের জন্য বেশ টেকসই। স্মার্টফোনটিতে ৯০ ওয়াট অল-রাউন্ড ফাস্টচার্জ ৩.০ প্রযুক্তির মাধ্যমে দ্রুত চার্জ দেয়া যায়। ফোনটিতে ম্যাগনেটিক প্রযুক্তির ৩০ ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জের সুবিধা রয়েছে। তারবিহীন চার্জিংয়ের অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে ফোনটিতে।
স্মার্টফোনটিতে ওয়ান-ট্যাপ ইনফিনিক্স এআই সুবিধার মাধ্যমে দৈনন্দিন সব কাজ আরও সহজে করা যাচ্ছে। এআই সুবিধা ব্যবহারকারীর কাজের ধরন বুঝে বিভিন্ন অ্যাপ ও সেটিংস অপটিমাইজ করে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ওআইএস (অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন) নাইট মাস্টার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা কম আলোতেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম। স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লের মাধ্যমে স্মুথ স্ক্রলিংয়ের অভিজ্ঞতা পাওয়ার সুযোগ রয়েছে।
ইনফিনিক্স নোট ৫০ প্রোর দাম ৩১ হাজার ৯৯৯ টাকা, নোট ৫০-এর দাম ২৭ হাজার ৯৯৯ টাকা। সিরিজের বিভিন্ন ফোন কেনা যাবে এই ওয়েবসাইট থেকে।