ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে ট্রলারে উচ্চ শব্দে গান বাজিয়ে অশ্লীল নৃত্য ও ধারালো অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। তারা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য। গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানে ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সরদারকে আটক করে সেনাবাহিনী।

এ সময় তাদের কাছ থেকে আটটি রামদা, সাতটি কুড়াল, ছুরি, হকিস্টিক ও লোহার পাইপ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আছেন হাসেম আলী (২৭), মো.

শেখ (১৯) ও সোহাগ মোল্লা (২০)। বাকিরা শিশু ও কিশোর।

তুলসীখালী এলাকার বাসিন্দা জয়নাল ব্যাপারী বলেন, ঈদের দিন থেকে কিশোর গ্যাংয়ের সদস্য ও আশপাশের বিভিন্ন এলাকার বখাটেরা ট্রলারে তুলসীখালী সেতুর আশপাশে নদীতে উচ্চ শব্দে গান বাজিয়ে অশ্লীল নাচানাচি করে। পাশাপাশি তারা দেশি অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছিল। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ট্রলারে অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করে। তিনি বলেন, ‘সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। জনগণের স্বার্থে এমন অভিযান নিয়মিত চালানো দরকার।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে। অভিযানে পুলিশ তাদের সহযোগিতা করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য

এছাড়াও পড়ুন:

পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ পাঁচ দিনের রিমান্ডে

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। গত বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে সিঙ্গারা খাচ্ছিলেন দুই তরুণী। তাদের একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়াসের বান্ধবী। তখন পারভেজ সেখানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন। তিনি কেন হাসলেন–এ নিয়ে প্রশ্ন তোলেন পিয়াসের বান্ধবী। এরপর পিয়াস, মেহেরাজ ও মাহাথিরের সঙ্গে পারভেজদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে দু’পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে একদল তরুণ ঘিরে ধরে। এ সময় তার বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর একটি মামলা দায়ের করেন। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ ও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ