আইপিএলে নতুন উচ্চতায় ভুবনেশ্বর, ছুঁয়ে ফেললেন রেকর্ড
Published: 3rd, April 2025 GMT
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কাল রাতে লিয়াম লিভিংস্টোন যখন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে সামনে লাফিয়ে শুবমান গিলের ক্যাচটি নিলেন, নতুন উচ্চতায় উঠে গেলেন বোলার ভুবনেশ্বর কুমার। ভারতীয় বোলার যে আইপিএলে পেসারদের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়ে ফেললেন।
গিলের উইকেটটি ছিল আইপিএল ক্যারিয়ারে ভুবনেশ্বরের ১৮৩তম উইকেট। গুজরাট টাইটানসের বিপক্ষে পাওয়া একমাত্র উইকেটটি ডোয়াইন ব্রাভোর পাশে বসিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার ভুবনেশ্বরকে। ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত ১৬১ ম্যাচে ১৮৩ উইকেট পেয়েছিলেন ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার। ব্রাভোকে ছুঁতে ভুবনেশ্বরকে খেলতে হলো ১৭৮ ম্যাচ।
আইপিএলে উইকেট শিকারে পেসারদের মধ্যে এরপরই আছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কান কিংবদন্তি ১২২ ম্যাচে পেয়েছেন ১৭০ উইকেট। শীর্ষ পাঁচের শেষ দুজন যশপ্রীত বুমরা (১৬৫) ও উমেশ যাদব (১৪৪)।
আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসারআরও পড়ুনভারতকে রুখে দেওয়ার পুরস্কার র্যাঙ্কিংয়ে পেলেন হামজারা১ ঘণ্টা আগেআইপিএলে সবচেয়ে বেশি উইকেট যুজবেন্দ্র চাহালের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তদন্তে আরও দুই মাস সময় দিল ট্রাইব্যুনাল
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানি ১৫ জুন নির্ধারণ করা হয়েছে। মামলার ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী পুলিশের সাবেক এসআই আমীর হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবি প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সম্পাদক এমরান চৌধুরী আকাশকে গতকাল হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল থেকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ১৩ জানুয়ারি আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। ট্রাইব্যুনালের আদেশের বিষয়ে প্রসিকিউটর মীযানুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে অনেক ঘটনাই ঘটেছে। এগুলো তদন্তে আসবে। এই মামলার সঙ্গে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবেন।’ মীযানুল ইসলাম আরও বলেন, আবু সাঈদ হত্যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ ঘটনায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের হেলমেট বাহিনীও জড়িত। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে।
সাবেক আইজিপিকে জিজ্ঞাবাসাদের অনুমতি
রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিয়ে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক আইজি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল তদন্ত সংস্থার সেফহোমে নিয়ে তাদের এক দিন করে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও শুনানির জন্য ৭ মে দিন ধার্য করা হয়েছে।