চট্টগ্রামে বিআরটিএর অভিযানে ৬২ হাজার টাকা জরিমানা
Published: 3rd, April 2025 GMT
চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন থেকে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট এবং চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় দুই জন ম্যাজিট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়।
চট্টগ্রাম বিআরটিএর আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
অন্যদিকে, চট্টগ্রাম বিআরটিএর আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমার নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালিত হয়। দুপুর পর্যন্ত এ অভিযানে বিভিন্ন যানবাহনকে ১৫টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন বিআরটিএর চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম।
ঢাকা/রেজাউল/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’