নাটক ইন্ডাস্ট্রিতে এবার শতাধিক নতুন নাটক নির্মাণ হয়েছে। প্রতিবারের মতো এবারের ঈদেও চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন নাটক। ঈদ উপলক্ষে তিনি চারটি নাটক নির্মাণ করেছেন। নাটকগুলো হল ‘কোনো একদিন’, ‘ভালো থেকো মেঘ’ ‘কাজল ভোমরা’। এই তিনটি নাটকই প্রচার হবে ৩ এপ্রিল, দেশের তিনটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে।

‘কোনো একদিন’
চয়নিকা চৌধুরীর নাটক মানেই সেখানে সম্পর্ক ও ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বলা যায় গল্পনির্ভর কাজ করতেই পছন্দ করেন এই নির্মাতা। ‘কোন একদিন’ নাটকটিও এর ব্যতিক্রম নয়। এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ৩ বছর পর তাদেরকে জুটি করে কাজ করলেন চয়নিকা।

রঙ্গন মিউজিকের ব্যানারে ‘কোনো একদিন’ নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। ‘কোনো একদিন’ নাটকে আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ ছাড়াও আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।

এটি প্রচার হবে বৈশাখী টেলিভিশনে, রাত ৯টা ৫৫ মিনিটে। তবে নাটকটি পরবর্তীতে ‘রঙ্গন মিউজিক’-এর ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

‘ভালো থেকো মেঘ’
তানজিন তিশা, সজল নূর এবং প্রান্তর দস্তিদারকে নিয়ে এই নির্মাতার আরেকটি নাটক ‘ভালো থেকো মেঘ’। আসিফ ইকবালের গল্পে চিত্রনাট্য তৈরি করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। সজল নূর, তানজিন তিশা ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, প্রান্তর দস্তিদার,ওয়াজিহা হক,আজম খান প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে ‘গাংচিল মিউজি’। প্রচার হবে ‘গাংচিল মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে, দুপুর ১টায়। 
পোস্টার

‘কাজল ভোমরা’
বেশ দীর্ঘ সময় পর ঈদের নাটক লিখেছেন চয়নিকা চৌধুরী। নাটকটির নাম ‘কাজল ভোমরা’। ‘কাজল ভোমরা’ নাটকে অভিনয় করেছেন সামিরা খান মাহি, জুনায়েদ বোগদাদি, মিলিবাশার, আজম খান প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে আঁকা চিত্রগল্প। এটি প্রচার হবে এনটিভিতে, দুপুর ২টা ২০ মিনিটে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স দ য় ইসল ম ম আফজ ল হ স ন চয়ন ক একদ ন ন টকট

এছাড়াও পড়ুন:

সংবাদ সম্মেলনে যা বললেন পরিমনির দুই গৃহকর্মী

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার বাসায় দায়িত্ব পালন করা দুই গৃহকর্মী পিংকি আক্তার এবং শিরিন। তারা পরীমণির বাসার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে পরিমনীর বিরুদ্ধে নানা অভিযোগ করেন তারা।  

গৃহকর্মী পিংকি আক্তারের ভাষ্য, ‘‘পরিমনি আমাকে মারছে আর বলছে, তুই কি করতে পারবি। তোরে মাইরা যদি বক্সে ভইরা রাখি আমার দুই কোটি টাকা যাবে, আর কিছুই হবে না। বাচ্চার খাবার ইস্যু করে আমাকে নির্যাতন করছে। সাধারণত বাচ্চার খাবারটা দুই ঘণ্টা পর পর সলিড খাবার দিতে হয়। যখন আমি বাচ্চাকে খাবার দিছি তখন দুই ঘণ্টা হয় নাই। বিশ থেকে পঁচিশ মিনিট বাকি আছে। উনি আমাকে বলে নিছে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য। কিন্তু আমি উনার বাসায় যখন যাই আমাকে দুইটা বাচ্চা দেখাশোনা করা, রান্না করাসহ যাবতীয় কাজই করতে হয়। দেখা গেছে রান্না করার কিছু নাই বাজারের লিস্ট লিইখা বলছে,  বাজারে যাওয়ার জন্য। ’’

বিস্তারিত আসছে…
 

আরো পড়ুন:

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মামলা

পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকার মামলা, তদন্তে পিবিআই

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ