মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি
Published: 3rd, April 2025 GMT
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) লস এঞ্জেলস এফসির (এলএএফসি) মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ইনজুরি থেকে ফিরে এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন মেসি। কিন্তু তার ফেরার ম্যাচে লস এঞ্জেলস এফসির বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে মায়ামি। আর এই হারে সেমিফাইনালে ওঠার পথ অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে মেসি-সুয়ারেজদের জন্য।
ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে। এ সময় মার্ক দেলগাদোর পাস থেকে নিচু শটে গোল করেন ওর্ডাজ।
গোল হজম করে ম্যাচে ফিরে আসতে মরিয়া ছিল মেসির ইন্টার মায়ামি। অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর আগে আরেকটি ফ্রি কিক দারুণভাবে রুখে দেন এলএএফসি গোলরক্ষক হুগো লরিস।
আরো পড়ুন:
ফিরেই মেসির গোল, শীর্ষে উঠলো মায়ামি
মেসি-মার্তিনেজবিহীন আর্জেন্টিনা হারিয়ে দিল উরুগুয়েকে
এখন দ্বিতীয় লেগের চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে গেল মায়ামির জন্য। যদি তারা হোম ম্যাচে গোল হজম করে, তাহলে ২-১, ৩-২ বা ৫-৪ গোলে জিতলেও লাভ হবে না। অ্যাওয়ে গোলের নিয়মে এগিয়ে থাকবে এলএএফসি। তাই সেমিফাইনালে যেতে হলে মেসিদের দুর্দান্ত পারফরম্যান্সের বিকল্প নেই।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফ্রি কিকে ‘ফ্লপ’ মেসি, মায়ামির হার
বিএমও স্টেডিয়ামের গ্যালারিতে তারকার হাট বসেছিল। বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি, জিমি বাটলার, ড্রেমন্ড গ্রিন। কিংবদন্তি সংগীতশিল্পী লায়নেল রিচি, অভিনেতা জেইমে কামিল, মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কেন্ডল জেনার ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি কি তাঁদের সন্তুষ্ট করতে পেরেছেন?
আরও পড়ুনলিভারপুলকে কি তাহলে আর্সেনালই সবার আগে ‘গার্ড অব অনার’ দেবে৫০ মিনিট আগেমেসির মুখ থেকে উত্তরটা সম্ভবত না বোধক আসবে। তাঁর দল ইন্টার মায়ামি যে হেরেছে। লস অ্যাঞ্জেলসে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে স্বাগতিক লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলে হেরেছে মায়ামি। চলতি বছর এটাই প্রথম হার হাভিয়ের মাচেরানোর দলের। আর্জেন্টাইন এ কোচের অধীনে ১০ ম্যাচে এটাই প্রথম হার মায়ামির। ৯ এপ্রিল ফোর্ট লডারডেলে ফিরতি লেগে মাঠে নামবে মাচেরানোর দল। আজ হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে ফিরতি লেগে সের্হিও বুসকেতসকে পাবে না মায়ামি।
চোট থেকে ফেরা মেসি এমএলএসে মায়ামির সর্বশেষ ম্যাচে বদলি হয়ে মাঠে নেমে গোল করে জিতিয়েছিলেন। আজ একাদশের হয়ে পুরো সময়ই মাঠে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রথমার্ধে দুটি ফ্রি কিক পেয়েছিলেন। একটি মেরেছেন পোস্টের ওপর দিয়ে, আরেকটি রুখে দেন এলএএফসির গোলকিপার উগো লরিস।৫৭ মিনিটে এলএএফসির হয়ে গোল করেন ফরোয়ার্ড নাথান ওরদাজ।
আরও পড়ুনআবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক২ ঘণ্টা আগেদুই বছর আগে মায়ামিতে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়নস কাপে নিজের প্রথম ছয় ম্যাচে গোল অথবা গোলে সহায়তা ছিল মেসির। এ বছর শুরুর রাউন্ডগুলোয় করেছেন ৩ গোল। আজ ম্যাচের ৮০ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন। বক্সের মাথা থেকে ঘুরে দাঁড়িয়ে নেওয়া শটও পোস্টের ওপর দিয়ে যায়।
ছয় মিনিট পর তাঁর আরও একটি শট রুখে দেন গোলকিপার লরিস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফাউল থেকে আরও একটি ফ্রি কিক পায় মায়ামি এবং মেসি এ যাত্রায়ও পোস্টের ওপর দিয়ে শট নেন।