মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি
Published: 3rd, April 2025 GMT
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) লস এঞ্জেলস এফসির (এলএএফসি) মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ইনজুরি থেকে ফিরে এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন মেসি। কিন্তু তার ফেরার ম্যাচে লস এঞ্জেলস এফসির বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে মায়ামি। আর এই হারে সেমিফাইনালে ওঠার পথ অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে মেসি-সুয়ারেজদের জন্য।
ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে। এ সময় মার্ক দেলগাদোর পাস থেকে নিচু শটে গোল করেন ওর্ডাজ।
গোল হজম করে ম্যাচে ফিরে আসতে মরিয়া ছিল মেসির ইন্টার মায়ামি। অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর আগে আরেকটি ফ্রি কিক দারুণভাবে রুখে দেন এলএএফসি গোলরক্ষক হুগো লরিস।
আরো পড়ুন:
ফিরেই মেসির গোল, শীর্ষে উঠলো মায়ামি
মেসি-মার্তিনেজবিহীন আর্জেন্টিনা হারিয়ে দিল উরুগুয়েকে
এখন দ্বিতীয় লেগের চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে গেল মায়ামির জন্য। যদি তারা হোম ম্যাচে গোল হজম করে, তাহলে ২-১, ৩-২ বা ৫-৪ গোলে জিতলেও লাভ হবে না। অ্যাওয়ে গোলের নিয়মে এগিয়ে থাকবে এলএএফসি। তাই সেমিফাইনালে যেতে হলে মেসিদের দুর্দান্ত পারফরম্যান্সের বিকল্প নেই।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৯ এপ্রিল ২০২৫)
ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান–আবাহনী। বিকেলে ফেডারেশন কাপ ফাইনাল।ঢাকা প্রিমিয়ার লিগ
মোহামেডান–আবাহনী
সকাল ৯টা, টি স্পোর্টস
গাজী গ্রুপ–অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
গুলশান–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
ফাইনাল
বসুন্ধরা কিংস–আবাহনী
বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
দিল্লি ক্যাপিটালস–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি
সেমিফাইনাল ১ম লেগ
আর্সেনাল–পিএসজি
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২