পবিত্র ঈদুল ফিতরের চতুর্থ দিনেও রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

সরেজমিন আজ বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে, চিড়িয়াখানার সামনের সড়কে যানজট। চিড়িয়াখানার প্রধান ফটকের সামনে অনেক মানুষ। চিড়িয়াখানার ভেতরের সড়কগুলোও লোকজনে পূর্ণ। প্রাণী ও পাখির খাঁচাগুলোর সামনে মানুষের জটলা। কোনো কোনো জায়গায় মানুষের জটলা এড়িয়ে প্রাণী, পাখি দেখা বেশ কঠিন হয়ে পড়ে।

উত্তরার ময়নারটেক এলাকা থেকে দুই ভাতিজি, এক ভাতিজা ও ছয় নাতি–নাতনি নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসেন ইসমাইল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি নওগাঁ। তবে এবার ঈদে গ্রামের বাড়ি যাননি। কিন্তু ঈদের পর কোথাও ঘুরতে যাননি। তাই আজ সবাই মিলে চিড়িয়াখানায় ঘুরতে এলেন।

চিড়িয়াখানার ভেতর প্রাণীদের দেখতে ভিড় করেন উৎসুক দর্শনার্থীরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন

ব্যাংককে বিমসটেক সম্মেলনে মিয়ানমার ও থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছেন উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস 

শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন শুরু হওয়ার এ নীরবতা পালন করা হয়। 

এসময় অন্যান্য বিমসটেকের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ