মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়েছিলেন খোকা আকন্দ (৫৫)। কয়েলের আগুন থেকে গোলায়ঘরে ঘটে অগ্নিকাণ্ড। এতে পাঁচটি গরু দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন কৃষক খোকা আকন্দও। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (২ এপ্রিল) ভোর রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

খোকা আকন্দের ভাই শফিকুল ইসলাম বলেছেন, কয়েলের আগুন থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ড ঘটে। এতে পাঁচটি গরু দগ্ধ হয়। এর মধ্যে একটি গাভী মারা গেছে ও দুটি গরু জবাই করা হয়েছে। বাকি দুটি গুরুতর আহত অবস্থায় আছে। বড় ভাই খোকা আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার মো.

আব্দুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুর মালিকের দাবি, তার ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ড ঘটেছে।

ঢাকা/অদিত্য/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব

কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার

স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’

সম্পর্কিত নিবন্ধ