যশোরে মেলায় ফুচকা খেয়ে ২৩৫ জনের অসুস্থতার ঘটনায় মামলা, দোকানি গ্রেপ্তার
Published: 3rd, April 2025 GMT
যশোরের অভয়নগরের ঈদমেলায় ফুচকা খেয়ে ২৩৫ জনের অসুস্থতার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় গতকাল বুধবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকার নিজ বাড়ি থেকে ফুচকা দোকানি মনির হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গতকাল সন্ধ্যায় অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনসহ কয়েকটি ধারায় মামলা করেন তানজিম হোসাইন নামের এক ভুক্তভোগী। এতে মনিরকে একমাত্র আসামি করা হয়েছে।
আরও পড়ুনযশোরে ঈদমেলায় ফুচকা খেয়ে ১০০ নারী-পুরুষ ও শিশু হাসপাতালে০১ এপ্রিল ২০২৫বিষয়টি নিশ্চিত অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম জানান, ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়া তানজিম হোসাইন গতকাল দোকানি মনিরের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর গতকাল রাতেই গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়ার কথা আছে।
গত সোমবার ঈদের দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দেয়াপাড়া গ্রামের দক্ষিণ দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুচকা খেয়ে প্রায় আড়াই শ মানুষ অসুস্থ হয়ে পড়েন। অধিকাংশের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খিঁচুনি ও জ্বর দেখা দেয়। তাঁদের মধ্যে অন্তত ২৩৫ জন হাসপাতালে চিকিৎসা নেন। গুরুতর অসুস্থতার জন্য ১৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর বাকিদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসব রোগীর সবাই বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকেরা।
আরও পড়ুনযশোরে মেলায় ফুচকা খেয়ে অসুস্থ আরও ১১৮ জন, সব মিলিয়ে হাসপাতালে ২১৩২২ ঘণ্টা আগেঅভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীমুর রাজিব আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, অবস্থার উন্নতি হওয়ায় ওই ঘটনায় অসুস্থ ১৪৮ জনকে চিকিৎসাপত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। আর ৭৩ জন রোগী ভর্তি আছেন। তাঁদের অবস্থাও উন্নতির দিকে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
যশোরের মনিরামপুরে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়সা খাতুন নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ডাকুরিয়া ইউনিয়নের গাবুখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রায়সা খাতুন উপজেলার গাবুখালী গ্রামের রাজু আহম্মেদের ছোট মেয়ে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে মায়ের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল ছোট্ট রায়সা। এ সময় মায়ের চোখের আড়ালে গিয়ে ঘরের পাশে বৈদ্যুতিক আর্থিং এ হাত দেয় সে এবং কিছুক্ষণের মধ্যে নিথর হয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস বলেন, ‘‘সকালে মৃত অবস্থায় রায়সা নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। তার ডানহাতে ক্ষতচিহ্ন রয়েছে। শরীরে আলামত দেখে ও পরিবারের কাছ থেকে জেনেছি, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।’’
আরো পড়ুন:
বরগুনায় দুই শিশুকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ফরিদপুরে বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু
এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে। মনিরামপুর থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
ঢাকা/প্রিয়ব্রত/বকুল