জনশূন্য দ্বীপেও ট্রাম্পের শুল্ক আরোপ
Published: 3rd, April 2025 GMT
দ্বীপপুঞ্জটি অ্যান্টার্কটিকার কাছকাছি অবস্থিত, এটি জনবসতিহীন। এখানে আছে হিমবাহ এবং এটি পেঙ্গুইনদের আবাসস্থল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ থেকে রক্ষা পায়নি এই দ্বীপপুঞ্জটি। জনশূন্য এই দ্বীপপুঞ্জের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বহির্ভাগে অবস্থিত হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানগুলোর মধ্যে একটি। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের পার্থ থেকে দুই সপ্তাহের নৌকা ভ্রমণের মাধ্যমে এখানে যাওয়া যায়। এই দ্বীপগুলোতে মানুষের শেষ পা রাখা প্রায় ১০ বছর আগে হয়েছিল বলে মনে করা হয়।
এরপরেও হোয়াইট হাউস প্রকাশিত পাল্টা শুল্কের ‘দেশগুলির’ তালিকায় হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জকে স্থান দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বৃহস্পতিবার বলেছেন, “পৃথিবীর কোথাও নিরাপদ নয়।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ ব পপ ঞ জ
এছাড়াও পড়ুন:
স্থান পরিবর্তন করায় ঠান্ডা-কাশি হলে কী করবেন
স্থান পরিবর্তন হলে অনেকে ঠান্ডা, কাশিতে ভুগতে শুরু করতে পারেন। কারণ স্থান পরিবর্তন মানেই আবহাওয়ার তারতম্য, পরিবর্তীত আবহাওয়ায় খাপ খাওয়াতে একটু সময় লাগতে পারে। যারা ঈদের ছুটিতে দূরে বেড়াতে গিয়েছেন তারা যাত্রাপথের ধকল সামলে উঠতেও অসুস্থবোধ করতে পারেন। স্থান পরিবর্তনের পরে সুস্থ থাকতে কি কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস।
তিনি বলেন, ‘‘রাস্তায় বের হলে, ভিড়ের মধ্যে গেলে নাক ও মুখ ঢেকে রাখতে পারেন। এখান দিয়েই জীবাণু শরীরে প্রবেশ করে। এই সময় মাস্ক পরাও জরুরি। এ ছাড়া ঘাম গায়ে নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢোকা কিংবা গরম থেকে বাসায় ফিরেই ঠান্ডা পানি পান করার ফলে সর্দি, কাশি হতে পারে। সুতরাং বাইরে থেকে ঘরে ফিরেই ঠান্ডা পানি পান করা যাবে না। এ ছাড়া সুস্থতা বজায় রাখার জন্য হাঁটা জরুরি।’’
এই চিকিৎসক আরও বলেন, ‘‘কোনও রোগ বা শারীরিক অবস্থার জন্য যদি প্রতিদিন ওষুধ খেতে হয়, তা হলে একদম অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না।’’ কাশি যদি দুই সপ্তাহের বেশি হয়, সর্দি একেবারে না সারে তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্থান পরিবর্তন হওয়ার পরে ব্যক্তিগত পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো ধরনের গড়িমসি করা যাবে না। বিশেষ করে বাইরে থেকে এসে হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।
ঢাকা/লিপি