যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের খারাপ খবর, তবে সুযোগ সম্ভাবনাও আছে
Published: 3rd, April 2025 GMT
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে। এত দিন এই শুল্কের পরিমাণ ছিল প্রায় ১৫ শতাংশ। ‘আমেরিকার স্বর্ণযুগ’ প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ হলো বিশ্বের ৬০টি দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসায়িক অংশীদার রাষ্ট্রও; ছোটখাটো দেশও রয়েছে অনেক।
অন্তত ১২টি দেশের ওপর শুল্ক ধার্য করা হয়েছে ‘রেসিপ্রোকাল অ্যাকশন’ বা যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো যে শুল্ক নেয় তার প্রতিক্রিয়া হিসেবে। এই ‘প্রতিক্রিয়া শুল্কের’ বাইরে যেসব দেশ রয়েছে, ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে যে বাণিজ্যঘাটতি প্রতিবছর বাড়ছে, তার জন্যই বিভিন্ন হারে শুল্ক প্রয়োগ করা হয়েছে। বাণিজ্যঘাটতি হলো দুটি দেশের মধ্যে আমদানি–রপ্তানির বৈষম্য।
চীন যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদার। যুক্তরাষ্ট্রের আমদানির ১৩ দশমিক ৪ শতাংশ আসে সেখান থেকে। তাদের ওপর নতুন শুল্ক ৩৪ শতাংশ; যদিও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বিরাট, প্রায় ২৯২ বিলিয়ন ডলার। অন্যদিকে আরেক বড় অংশীদার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাদের ঘাটতি ২৪১ বিলিয়ন ডলার। তাদের ওপর নতুন শুল্ক মাত্র ২০ শতাংশ। যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৩২ শতাংশ চীন ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আসে। ট্রাম্প এই দুই দেশের শুল্ক তুলনামূলক কম রেখে সম্ভবত যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের জন্য ভোগ্যপণ্যের দাম কিছুটা সহনীয় রাখতে চাইছেন।
কানাডা ও মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অবাধ বাণিজ্য চুক্তি রয়েছে। তাই বলে তারা রেহাই পেয়ে যাবে না। তাদের ওপর এরই মধ্যেই ট্রাম্প ৩০ শতাংশ শুল্ক বসিয়েছেন, তা নিয়ে সরকারগুলোর সঙ্গে কথাবার্তা চলছে। বন্ধু-অবন্ধু সব দেশের ওপরই ট্রাম্প শুল্ক বসিয়েছেন। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিবেচনার চেয়েও অর্থনৈতিক বিবেচনা ও হিসাব-নিকাশকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই শুল্ক নির্ধারণে। নতুন তালিকা অনুযায়ী ভারত থেকে আমদানির ক্ষেত্রে ২৬ শতাংশ এবং ইসরায়েলের ক্ষেত্রে ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির এক বড় প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম। ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ ১২ বিলিয়ন ডলার। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি প্রায় ১২৩ বিলিয়ন ডলার। ভিয়েতনামের ওপর নতুন শুল্ক আরোপ করা হয়েছে ৪৬ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের বাণিজ্যঘাটতি হলো ৬ বিলিয়ন ডলার এবং বাংলাদেশে ওপর দেশের শুল্ক বসানো হয়েছে ৩৭ শতাংশ।
ভারতের পণ্যে আরোপ করা শুল্কের পরিমাণ যেহেতু ২৬ শতাংশ এবং বাংলাদেশের চেয়ে বেশ কম, তাই ভারত সুবিধা পেতে পারে। তবে এর মধ্যে আবার কোটা ও প্রাধান্য—এসব সীমাবদ্ধতা রয়েছে। ভারতের তৈরি পোশাক আবার যুক্তরাষ্ট্রের ভোক্তাদের কাছে খুব জনপ্রিয় নয়। অন্য যেসব দেশ পোশাক রপ্তানি করে থাকে—কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তান—তাদের ওপর শুল্কও কম নয়, তাই তারাও খুব সুবিধা পাবে না।আরও একটা তথ্য দেখতে হবে। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানির প্রায় ৪ দশমিক ২ শতাংশ আসে ভিয়েতনাম থেকে। সেই তুলনায় বাংলাদেশ অনেক ছোট অংশীদার, মাত্র দশমিক ৩ শতাংশ আসে বাংলাদেশ থেকে। ভিয়েতনামের ওপর বড় শুল্ক বসানোর ফলে সেখান থেকে আমদানি করা কাপড়চোপড়ের দাম যুক্তরাষ্ট্রে বেশ বেড়ে যাবে। তাই তাদের কাপড়ের আমদানি কমে যাবে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতিও কমবে।
বাংলাদেশ মূলত তৈরি পোশাক রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হলো চীন, ভিয়েতনাম, ভারত ও ইন্দোনেশিয়া। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে চীনের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৩৩ বিলিয়ন ডলার, বাংলাদেশের ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার, ভিয়েতনামের ১২ বিলিয়ন ডলার, ভারতের ৮ বিলিয়ন ডলার ও ইন্দোনেশিয়ার ৭ বিলিয়ন ডলার। ভিয়েতনামের ওপর বড় শুল্ক বসানো হয়েছে। চীন ও ইন্দোনেশিয়ার ওপর আরোপর করা রপ্তানি শুল্কও প্রায় বাংলাদেশের সমান। তাই বাংলাদেশের ওপর শুল্ক বৃদ্ধিতে এই তিন দেশ কোনো সুবিধা পাবে না।
ভারতের পণ্যে আরোপ করা শুল্কের পরিমাণ যেহেতু ২৬ শতাংশ এবং বাংলাদেশের চেয়ে বেশ কম, তাই ভারত সুবিধা পেতে পারে। তবে এর মধ্যে আবার কোটা ও প্রাধান্য—এসব সীমাবদ্ধতা রয়েছে। ভারতের তৈরি পোশাক আবার যুক্তরাষ্ট্রের ভোক্তাদের কাছে খুব জনপ্রিয় নয়। অন্য যেসব দেশ পোশাক রপ্তানি করে থাকে—কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তান—তাদের ওপর শুল্কও কম নয়, তাই তারাও খুব সুবিধা পাবে না।
অতিরিক্ত শুল্ক আরোপ অবশ্যই বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য খুব খারাপ খবর। তবে অন্য দেশগুলোও যেহেতু খুব সুবিধা পাচ্ছে না, তাই এই বাড়তি শুল্ক বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য ধ্বংসাত্মক বা বিপর্যয় ডেকে আনবে—এমন ভাবার কোনো কারণ নেই। প্রথম দিকের ধাক্কা সামলে নিতে পারলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাকবাজারে স্থিতিশীল উপস্থিতি ধরে রাখতে পারবে।
যাঁরা ট্রাম্পকে জানেন, তাঁরা বলবেন, ট্রাম্পের এই লিস্ট চূড়ান্ত নয়। ট্রাম্প ঝানু ব্যবসায়ী, দর-কষাকষিই তাঁর কর্মপদ্ধতির মূলমন্ত্র। এই বিশ্ববাণিজ্যের যুদ্ধেও যুক্তরাষ্ট্র অনেক দেশের সঙ্গে দ্বিপক্ষীয় দর–কষাকষি করে এর পরিবর্তন আনবে। অনেক ক্ষেত্রে ট্রাম্প শুল্ক কমাতে রাজনৈতিক সুবিধা চাইবেন। আবার অনেক ক্ষেত্রে ট্রাম্প যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়াতেও চেষ্টা করবেন।
গত ২৮ মার্চের খবর; যুক্তরাষ্ট্র বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায়। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দর-কষাকষিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হয়তো এই খারাপ খবরের মধ্যে বাংলাদেশের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনাও থাকতে পারে। আবার হোঁচট খাওয়ার আশঙ্কাও একদম উড়িয়ে দেওয়া যায় না।
সালেহ উদ্দিন আহমদ শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক
[email protected]
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ওপর শ ল ক শ ল ক আর প ত দ র ওপর দ শ র ওপর র পর ম ণ আমদ ন র সব দ শ র জন য দশম ক
এছাড়াও পড়ুন:
চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যেতে চায় ইইউ
ইউরোপীয় কমিশন জানিয়েছে, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন না করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যেতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলস ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা প্রসঙ্গে এ কথা জানিয়েছে সংস্থাটি । চীনের সংবাদমাধ্যম সিএমজি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ৭০টির বেশি দেশের সঙ্গে শুল্ক আলোচনা করছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের সঙ্গে তাদের বাণিজ্য সীমিত করার একটি পরিকল্পনা চলছে।
দ্য আইরিশ টাইমস জানিয়েছে, ওয়াশিংটনের চাওয়া- ইইউ যেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পক্ষ বেছে নেয়। তবে ইউরোপীয় কমিশনের উপমুখপাত্র আরিয়ানা পোদেস্তা স্পষ্টভাবে বলেছেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক থেকে যুক্তরাষ্ট্রের এই আলোচনা সম্পূর্ণ ভিন্ন। আমাদের চীন নীতিতে কোনো পরিবর্তন আসেনি।
তিনি জানান, চীন-ইইউ সম্পর্ক নিয়ে বক্তব্য রেখেছেন কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন। তাঁর পক্ষ থেকে বেইজিংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় রাখা হচ্ছে। আমাদের লক্ষ্য ঝুঁকি হ্রাস করা। বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়।
ইউরোপের ভ্যাট এবং টেক জায়ান্টদের বিভিন্ন নিয়মকে অন্যায্য সুবিধা মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে কমিশন বলেছে, ইউরোপের নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতার প্রশ্নে কোনো আপস হবে না।
ভন ডার লায়েন জানান, বিশ্ব ব্যবস্থা যত অনিশ্চিত হচ্ছে, ইউরোপের পাশে দাঁড়াতে আগ্রহী দেশের সংখ্যাও বাড়ছে। অন্যদিকে, যুক্তরাজ্য ও ইইউকে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রুগেলের সিনিয়র ফেলো আন্দ্রে সাপিরও বলেছেন, মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় ইইউর একটি আন্তর্জাতিক উন্মুক্ত বাণিজ্য জোট গঠন করা উচিত।
তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বারা প্রকাশিত উন্মুক্ত ও নিয়মভিত্তিক বাণিজ্যের জন্য ইইউ নেতাদের জি-২০ এবং জি-২০-বহির্ভূত দেশগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করা উচিত।