লিভারপুলকে কি তাহলে আর্সেনালই ‘গার্ড অব অনার’ দেবে
Published: 3rd, April 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ আর্নে স্লটের অভিষেক মৌসুমেই লিভারপুল শিরোপা জিততে চলেছে, তা অনেকটাই নিশ্চিত। এখন আলোচনা হতে পারে শুধু একটি বিষয় নিয়ে—শিরোপা নিশ্চিত হওয়ার পর লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেবে কোন দল?
দুইয়ে থাকা আর্সেনালের সঙ্গে অনেক দিন ধরেই ১২ পয়েন্টের ব্যবধান লিভারপুলের। পরশু রাতে ফুলহামকে ২–১ গোলে হারিয়ে ব্যবধানটা ৯–এ নামিয়ে এনেছিল আর্সেনাল। কাল রাতে মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে ১–০ গোলের জয় আবার লিভারপুলকে ১২ পয়েন্টে এগিয়ে দিয়েছে।
৩০ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৩, সমান সংখ্যক ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬১। তবে গত রাতের ম্যাচে লিভারপুলকে ঠিক লিভারপুল মনে হয়নি। মোহাম্মদ সালাহ ছিলেন নিজের ছায়া হয়ে। বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেও অলরেডরা পুরো ম্যাচে লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র তিনটি। একমাত্র গোলটা করেছেন দিয়োগো জোতা ম্যাচের ৫৭ মিনিটে।
ম্যাচের শুরুতেই লিভারপুলের জালে একবার বল পাঠান এভারটন স্ট্রাইকার বেতো। কিন্তু কিঞ্চিৎ ব্যবধানে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। ৩৪ মিনিটে লিভারপুল গোলকিপার কেলভিন কেলেহারকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি বেতো, শট নিয়েছেন পোস্ট বরাবর। শেষ পর্যন্ত কষ্টে পাওয়া জয় লিভারপুলকে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে দিয়েছে।
এভারটনকে হারাতে যে অনেক বেগ পেতে হয়েছে, তা এক বাক্যে স্বীকার করেছেন স্লট, ‘অবশ্যই কঠিন লড়াই হয়েছে। এতে অবাক হওয়ার কিছু ছিল না। এভারটন টানা নয় ম্যাচ অপরাজিত ছিল। এই সময়ে তারা খুব কম গোল হজম করেছ, তাদের বিপক্ষে খুব কম সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়েছে।’
ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে বাজেভাবে ফাউল করেও এভারটনের সেন্টার ব্যাক জেমস তারকোফস্কিকে রেফারির লাল কার্ড না দেখানো। একটা হলুদ কার্ডেই পার পেয়ে গেছেন তারকোফস্কি।
এ ব্যাপারে স্লটের ভাষ্য, ‘এ নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না। কারণ, এরই মধ্যে অনেকেই এই বিষয়ে মন্তব্য করেছেন। এমনকি যাঁরা লিভারপুলকে খুব একটা পছন্দ করেন না, তাঁরাও স্পষ্টভাবে বলেছেন, সিদ্ধান্তটি কী হওয়া উচিত ছিল। (রেফারির এই সিদ্ধান্তে) আমি কি অবাক হয়েছিলাম? না।’
প্রিমিয়ার লিগে লিভারপুলের পরবর্তী পাঁচ প্রতিপক্ষ ফুলহাম, ওয়েস্ট হাম, লেস্টার সিটি, টটেনহাম ও চেলসি। এই সময়ে আর্সেনাল লিগে চারটি এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এই মৌসুমে বাকি সব প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ায় লিভারপুলের সব মনোযোগ শুধু লিগ নিয়ে। বিপরীতে আর্সেনালেকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবতে হচ্ছে।
লিভারপুল আগামী এক মাস এই সুবিধাই নিতে চাইবে। এই সময়ে আর্সেনাল পয়েন্ট হারালে আর লিভারপুল নিজেদের পাঁচ ম্যাচেই জিতলে লিগ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে স্লটের দল পরের ম্যাচেই প্রতিপক্ষের ‘গার্ড অব অনার’ পাবে। সেই ম্যাচে লিভারপুলের কার বিপক্ষে খেলবে জানেন? আর্সেনাল! ২০২০ সালে লিভারপুল নিজেদের সর্বশেষ লিগ শিরোপা জয়ের পর আর্সেনালকেই সর্বপ্রথম ‘গার্ড অব অনার’ দিতে হয়েছিল।
গত রাতের অন্য ম্যাচগুলোতে ম্যানচেস্টার সিটি ২–০ গোলে লেস্টার সিটিকে, নিউক্যাসল ২–১ গোলে ব্রেন্টফোর্ডকে এবং অ্যাস্টন ভিলা ৩–০ গোলে ব্রাইটনকে হারিয়েছে।
এই মুহূর্তে ৫১ পয়েন্ট নিয়ে সিটি চারে আছে। পাঁচে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৫০। ৪৮ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলার অবস্থান সাতে, ভিলার কাছে হেরে যাওয়া ব্রাইটন ৪৭ পয়েন্ট নিয়ে আছে আটে। আর ছয়ে থাকা চেলসির পয়েন্ট ৪৯। অর্থাৎ, চার থেকে আট থাকার দলগুলোর মধ্যে মাত্র ১ পয়েন্টের ব্যবধান!
আজ রাতে টটেনহামকে হারাতে পারলেই সিটিকে টপকে শীর্ষ চারে উঠে আসবে চেলসি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলাতক কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের ‘টনিক’ হিসেবে কাজ করছে। শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে ‘টাকায় কথা কয়’ শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে চাচ্ছে।
অপরাধী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘গত ১৫ বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম-ওলামাকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে তোলা হয়েছিল। আর এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে। পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনার অলিগার্করা ‘শর্ষের ভিতর ভূত’ হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, ভারতে পলাতক হাসিনা একের পর এক হুংকার দিচ্ছেন। জুলাই-আগস্টের শাজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। আদালতকে ভেংচি কাটছেন। পুলিশকে থোড়াই কেয়ার করছেন। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন, তা মূলত অন্তর্বর্তী সরকারকে ‘অকার্যকর’ প্রমাণের এক গভীর চক্রান্ত।
রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের অব্যবহিত পর থেকে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসর, খুনের আসামিরা প্রকাশ্যে আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখেন। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দিচ্ছেন। হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছেন।
রুহুল কবির রিজভী বলেন, মাফিয়া অর্থনীতির জোরে শেখ হাসিনা দেশের যে সম্পদ পাচার করেছেন, সেই সম্পদের মুনাফা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। পতিত ফ্যাসিবাদের বড় বড় দোসররা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিলেন, কিন্তু তাঁরা কীভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন? নিশ্চয়ই এখনো প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন, ফ্যাসিবাদের খুনি দোসরদের সহযোগীরা।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।