লিভারপুলকে কি তাহলে আর্সেনালই ‘গার্ড অব অনার’ দেবে
Published: 3rd, April 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ আর্নে স্লটের অভিষেক মৌসুমেই লিভারপুল শিরোপা জিততে চলেছে, তা অনেকটাই নিশ্চিত। এখন আলোচনা হতে পারে শুধু একটি বিষয় নিয়ে—শিরোপা নিশ্চিত হওয়ার পর লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেবে কোন দল?
দুইয়ে থাকা আর্সেনালের সঙ্গে অনেক দিন ধরেই ১২ পয়েন্টের ব্যবধান লিভারপুলের। পরশু রাতে ফুলহামকে ২–১ গোলে হারিয়ে ব্যবধানটা ৯–এ নামিয়ে এনেছিল আর্সেনাল। কাল রাতে মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে ১–০ গোলের জয় আবার লিভারপুলকে ১২ পয়েন্টে এগিয়ে দিয়েছে।
৩০ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৩, সমান সংখ্যক ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬১। তবে গত রাতের ম্যাচে লিভারপুলকে ঠিক লিভারপুল মনে হয়নি। মোহাম্মদ সালাহ ছিলেন নিজের ছায়া হয়ে। বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেও অলরেডরা পুরো ম্যাচে লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র তিনটি। একমাত্র গোলটা করেছেন দিয়োগো জোতা ম্যাচের ৫৭ মিনিটে।
ম্যাচের শুরুতেই লিভারপুলের জালে একবার বল পাঠান এভারটন স্ট্রাইকার বেতো। কিন্তু কিঞ্চিৎ ব্যবধানে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। ৩৪ মিনিটে লিভারপুল গোলকিপার কেলভিন কেলেহারকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি বেতো, শট নিয়েছেন পোস্ট বরাবর। শেষ পর্যন্ত কষ্টে পাওয়া জয় লিভারপুলকে শিরোপার আরও কাছাকাছি পৌঁছে দিয়েছে।
এভারটনকে হারাতে যে অনেক বেগ পেতে হয়েছে, তা এক বাক্যে স্বীকার করেছেন স্লট, ‘অবশ্যই কঠিন লড়াই হয়েছে। এতে অবাক হওয়ার কিছু ছিল না। এভারটন টানা নয় ম্যাচ অপরাজিত ছিল। এই সময়ে তারা খুব কম গোল হজম করেছ, তাদের বিপক্ষে খুব কম সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়েছে।’
ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে বাজেভাবে ফাউল করেও এভারটনের সেন্টার ব্যাক জেমস তারকোফস্কিকে রেফারির লাল কার্ড না দেখানো। একটা হলুদ কার্ডেই পার পেয়ে গেছেন তারকোফস্কি।
এ ব্যাপারে স্লটের ভাষ্য, ‘এ নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না। কারণ, এরই মধ্যে অনেকেই এই বিষয়ে মন্তব্য করেছেন। এমনকি যাঁরা লিভারপুলকে খুব একটা পছন্দ করেন না, তাঁরাও স্পষ্টভাবে বলেছেন, সিদ্ধান্তটি কী হওয়া উচিত ছিল। (রেফারির এই সিদ্ধান্তে) আমি কি অবাক হয়েছিলাম? না।’
প্রিমিয়ার লিগে লিভারপুলের পরবর্তী পাঁচ প্রতিপক্ষ ফুলহাম, ওয়েস্ট হাম, লেস্টার সিটি, টটেনহাম ও চেলসি। এই সময়ে আর্সেনাল লিগে চারটি এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এই মৌসুমে বাকি সব প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ায় লিভারপুলের সব মনোযোগ শুধু লিগ নিয়ে। বিপরীতে আর্সেনালেকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাবতে হচ্ছে।
লিভারপুল আগামী এক মাস এই সুবিধাই নিতে চাইবে। এই সময়ে আর্সেনাল পয়েন্ট হারালে আর লিভারপুল নিজেদের পাঁচ ম্যাচেই জিতলে লিগ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে স্লটের দল পরের ম্যাচেই প্রতিপক্ষের ‘গার্ড অব অনার’ পাবে। সেই ম্যাচে লিভারপুলের কার বিপক্ষে খেলবে জানেন? আর্সেনাল! ২০২০ সালে লিভারপুল নিজেদের সর্বশেষ লিগ শিরোপা জয়ের পর আর্সেনালকেই সর্বপ্রথম ‘গার্ড অব অনার’ দিতে হয়েছিল।
গত রাতের অন্য ম্যাচগুলোতে ম্যানচেস্টার সিটি ২–০ গোলে লেস্টার সিটিকে, নিউক্যাসল ২–১ গোলে ব্রেন্টফোর্ডকে এবং অ্যাস্টন ভিলা ৩–০ গোলে ব্রাইটনকে হারিয়েছে।
এই মুহূর্তে ৫১ পয়েন্ট নিয়ে সিটি চারে আছে। পাঁচে থাকা নিউক্যাসলের পয়েন্ট ৫০। ৪৮ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলার অবস্থান সাতে, ভিলার কাছে হেরে যাওয়া ব্রাইটন ৪৭ পয়েন্ট নিয়ে আছে আটে। আর ছয়ে থাকা চেলসির পয়েন্ট ৪৯। অর্থাৎ, চার থেকে আট থাকার দলগুলোর মধ্যে মাত্র ১ পয়েন্টের ব্যবধান!
আজ রাতে টটেনহামকে হারাতে পারলেই সিটিকে টপকে শীর্ষ চারে উঠে আসবে চেলসি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাঁচ আওয়ামী লীগ নেতার বাসায় হামলায় বিএনপি জড়িত
সিলেটে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীর বাসায় হামলা ভাঙচুরে বিএনপি ও ছাত্রদল জড়িত বলে দাবি করেছেন সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি লন্ডনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তবে আওয়ামী লীগের তরফ থেকে এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হামলা ভাঙচুরের জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করেছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলছেন, এ ঘটনার সঙ্গে বিএনপি ও ছাত্রদলের সম্পৃক্ততা নেই।
এদিকে হামলার ঘটনায় কেউ থানায় মামলা বা অভিযোগ করেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, বুধবার ছাত্রলীগের মিছিল বের করার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– ছাত্রলীগ নেতা শাফায়াত খান, জহিরুল ইসলাম, সোহেল আহমদ সানী, রবিন কর, ফাহিম আহমদ, রাজন আহমদ রমজান, বশির খান লাল ও সোয়েব আহমেদ।
বুধবার সকালে নগরীর ধোপাদিঘির পূর্ব পাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর সন্ধ্যায় সিরিজ এ হামলার ঘটনা ঘটে। মিছিলের পর ছাত্রদল নেতারা রাস্তায় নামেন। এক ঘণ্টার ব্যবধানে নগরীর পাঠানটুলা, হাউজিং এস্টেট, সুবিদবাজার, মেজর টিলা ও শামীমাবাদ এলাকায় পাঁচ নেতাকর্মীর বাসায় হামলা ভাঙচুরের ঘটনায় সিলেটে তোলপাড় চলছে। পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে দোষারোপ।
বৃহস্পতিবার দুপুরে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পাঠানটুলার মোহনা ব্লক-এ ৫৬/৯ নম্বর বাসায় গিয়ে দেখা যায়, ভেতর ও বাইরের কাচ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ভেতরের সাতটি কক্ষের আসবাব ভাঙচুর করা হয়েছে।
আনোয়ারুজ্জামান চৌধুরী গতকাল লন্ডন থেকে সমকালকে জানান, বিএনপি, ছাত্রদল ও যুবদলের কর্মীরা হামলা করেছে। তারা নিজেদের পরিচয় দিয়ে হামলা করে। তিনি দাবি করেন, হামলার পেছনে নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদীর অনুসারীরা রয়েছে। অভিযোগের বিষয়ে গতকাল লোদী তাঁর ফেসবুকে লেখেন, আনোয়ারুজ্জামান চৌধুরীর অভিযোগ ভিত্তিহীন ও কাণ্ডজ্ঞানহীন।
সাবেক মেয়রের বাসায় হামলার এক ঘণ্টার মাথায় নগরীর হাউজিং এস্টেট শুভেচ্ছা আবাসিক এলাকার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের অ্যাপার্টমেন্টে হামলা হয়। গতকাল সেখানে গিয়ে দেখা গেছে, ভবনের সামনের নিরাপত্তাকর্মী বসার বক্স, দ্বিতীয় ও তৃতীয় তলার সামনের জানালার বেশ কয়েকটি কাচ ভাঙা। নাদেল এখন ভারতে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভবনের ব্যবস্থাপক জানান, তিনি ঘটনার সময় বাইরে ছিলেন। সন্ধ্যায় মোটরসাইকেলে আসা ৩০ থেকে ৩৫ জন হামলা করে চলে যায়।
ওই দিন সন্ধ্যায় ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের সুবিদবাজারের বাসায়, মেজরটিলা এলাকায় ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ছাত্রলীগ নেতা রুহেল আহমদ ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের ছোট ভাই শফিকুল হক শফির
শামীমাবাদের বাসায় হামলা হয়। শফির বাসায় হামলার সময় ছাত্রদলের নামে স্লোগান দিতে শোনা যায়।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার বলেন, ‘আমরা মব জাস্টিসের বিপক্ষে। কে বা কারা হামলা করেছে আমাদের জানা নেই।’