কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে সফটওয়্যার প্রকৌশলীদের বিভিন্ন কাজ ধীরে ধীরে এআই এজেন্টদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে ধারণা করছেন অনেকে। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানও সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ট্র্যাটেচেরিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান কোডিংয়ের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে। কিছু ক্ষেত্রে সফটওয়্যার প্রকৌশলীদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিই ৫০ শতাংশের বেশি কোড লিখছে। এআই প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে ভবিষ্যতে সফটওয়্যার প্রকৌশলীদের চাহিদা কমতে পারে।

অল্টম্যানের মতে, সফটওয়্যার প্রকৌশলীদের জন্য এআই বর্তমানে সহায়ক হলেও ভবিষ্যতে এটি মানুষের বিকল্প হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘বর্তমানে একজন প্রকৌশলী আগের চেয়ে অনেক বেশি কাজ করতে পারছেন। তবে দীর্ঘ মেয়াদে প্রকৌশলীর সংখ্যা কমতে পারে। এটা প্রযুক্তির স্বাভাবিক গতি। এজেন্টিক কোডিং প্রযুক্তির মাধ্যমে কোডিংয়ে বিপ্লব ঘটাবে এআই, যা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এ প্রযুক্তি সফটওয়্যারশিল্পে বড় পরিবর্তন আনতে পারে।’

ভবিষ্যতে এআইয়ের চ্যালেঞ্জ মোকাবিলার শিক্ষার্থীদের উদ্দেশে অল্টম্যান বলেন, নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা শেখার চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ব্যবহারে দক্ষ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা ভবিষ্যতের জন্য সবচেয়ে বেশি জরুরি।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত

এছাড়াও পড়ুন:

এআইয়ের চমক নিয়ে বাজারে এল নতুন ফোন

এখন স্মার্টফোনের ব্যবহার শুধু প্রয়োজন থেকে নয়, স্টাইল ও সৃজনশীল কাজের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যমই বটে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মুঠোফোনের ব্যবহারে অন্য রকম অভিজ্ঞতা দিচ্ছে। সেই বিষয়কে মাথায় রেখে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ ফোনটি বাজারে এনেছে।

ফোনটির বিভিন্ন সুবিধা নিয়ে গত রোববার ঢাকায় একটি এক্সপেরিয়েন্স অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ফোনের বিভিন্ন সুবিধা সবার সামনে তুলে ধরা হয়। আয়োজনে নোট ৫০ সিরিজের চমক দেখাতে একটি ইন্টারঅ্যাকটিভ ইমারসিভ ওয়াকথ্রু জোন তৈরি করা হয়। নোট ৫০ সিরিজে ডিজাইন ও পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। নোট ৫০ সিরিজের নান্দনিক নকশা, উজ্জ্বল ডিসপ্লে এবং আধুনিক এআই সুবিধাকে কেন্দ্র করে প্রযুক্তির ব্যবহার দেখানো হয় অনুষ্ঠানে। ফোনের এআই সুবিধা, স্লিম ডিজাইন, স্মুথ ডিসপ্লে, ফাস্ট চার্জিং প্রযুক্তি ও উন্নত ক্যামেরার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

ইনফিনিক্স নোট ৫০ সিরিজের স্মার্টফোন নিয়ে ট্রানশনের সিনিয়র ব্র্যান্ড ও মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার ইফতেখান সানি বলেন, প্রযুক্তির সর্বশেষ চমক ও ডিজাইনকে গুরুত্ব দিয়ে গ্রাহকের সামনে নতুন মোবাইল বাজারে এনেছি আমরা। গ্রাহককে মুঠোফোনের মাধ্যমে অনুপ্রেরণা দিতে প্রযুক্তিগত ডিজাইনের বহুমাত্রিকতা দেখা যাবে এই ফোনে। ব্যবহারকারীদের সামনে শক্তিশালী পারফরম্যান্স ও নজরকাড়া ডিজাইনের চমক দেখাবে ইনফিনিক্স নোট ৫০ সিরিজের ফোনে।

নোট ৫০ প্রো স্মার্টফোনে রয়েছে আলট্রা-রেসিলিয়েন্ট আর্মরঅ্যালয় মেটাল ফ্রেম। ফোনটি যেকোনো পরিস্থিতিতে ব্যবহারের জন্য বেশ টেকসই। স্মার্টফোনটিতে ৯০ ওয়াট অল-রাউন্ড ফাস্টচার্জ ৩.০ প্রযুক্তির মাধ্যমে দ্রুত চার্জ দেয়া যায়। ফোনটিতে ম্যাগনেটিক প্রযুক্তির ৩০ ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জের সুবিধা রয়েছে। তারবিহীন চার্জিংয়ের অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে ফোনটিতে।

স্মার্টফোনটিতে ওয়ান-ট্যাপ ইনফিনিক্স এআই সুবিধার মাধ্যমে দৈনন্দিন সব কাজ আরও সহজে করা যাচ্ছে। এআই সুবিধা ব্যবহারকারীর কাজের ধরন বুঝে বিভিন্ন অ্যাপ ও সেটিংস অপটিমাইজ করে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ওআইএস (অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন) নাইট মাস্টার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা কম আলোতেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম। স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লের মাধ্যমে স্মুথ স্ক্রলিংয়ের অভিজ্ঞতা পাওয়ার সুযোগ রয়েছে।

ইনফিনিক্স নোট ৫০ প্রোর দাম ৩১ হাজার ৯৯৯ টাকা, নোট ৫০-এর দাম ২৭ হাজার ৯৯৯ টাকা। সিরিজের বিভিন্ন ফোন কেনা যাবে এই ওয়েবসাইট থেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী ৫ বছরে যে ৮ চাকরি হারিয়ে যাবে
  • এআইয়ের চমক নিয়ে বাজারে এল নতুন ফোন
  • ইতালীয় সংবাদপত্রের সঙ্গে বিক্রি হচ্ছে এআই দিয়ে লেখা ক্রোড়পত্র