কারাগারের ব্যারাক থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published: 3rd, April 2025 GMT
পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে শাজিদুল ইসলাম (৪২) নামের এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে, বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ৭টায় রোল কলের সময় শাজিদুল ইসলামকে উপস্থিত না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান তারা। এসময় ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শাজিদুলকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো.
পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘‘শাজিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে আমরা অবগত। তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/ইমরান/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ মরদ হ
এছাড়াও পড়ুন:
সুদানে আটক: রুদ্ধশ্বাস ২৭ দিন
১৩ এপ্রিল ২০২৩ সাল। বৃহস্পতিবার বিকেল। ঈদের বাকি আর মাত্র এক সপ্তাহ। আমরা বসে আছি আসাহা নামে খার্তুমের একটা লেবানিজ রেস্তোরাঁয়। আমাদের খার্তুম অফিসের সব সহকর্মী একসঙ্গে ইফতার করছি। পাশের টেবিলে আমাদের মতো আরেকটি আন্তর্জাতিক সংস্থার কর্মীরাও হইচই করে ইফতার করছেন। বেশ উত্সবমুখর পরিবেশ।
গত ছয়টি মাস খার্তুম ছিল রাজনৈতিকভাবে অশান্ত। এই অস্থিরতার দীর্ঘ ইতিহাস আছে। সংক্ষেপে বললে, সুদানের সেনাবাহিনী আর র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ নামে প্যারামিলিটারি গোষ্ঠী ২০১৯ সালে সে দেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক ওমর আল–বশিরকে বন্দী করে। এরপর তারা এ সমঝোতায় আসে যে তাদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দুই বছর পরে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু সময় গড়ালে দুটি গোষ্ঠীই ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। পরস্পর জড়িয়ে পড়ে তীব্র সংঘাতে।
এমন পরিস্থিতির মধ্যে রোজার কয়েকটা দিন খার্তুম শহর তবু কিছুটা শান্ত। অবশ্য এ দিন সকালের দিকে হঠাৎ করেই শহরের পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছিল। আরএসএফের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর নর্দান স্টেটের মারায়ি বিমানঘাঁটি দখল নেওয়ার চেষ্টা চালিয়েছিল। আমাদের বলা হয়েছিল, বিষয়টির সুরাহা হয়ে গেছে। ঈদের আগে ১৬ এপ্রিল সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে একটা সমঝোতা হতে চলেছে। কিন্তু তাদের মধ্যে যে কোনো কিছুরই সুরাহা হয়নি, সেটি তখনো আমরা জানি না।
যুদ্ধের সূচনা
পরের দুটো দিন সাপ্তাহিক ছুটি। আমার স্ত্রী দিলরুবা ইয়াসমিনকে নিয়ে ঈদের বাজার–সদাই করার পরিকল্পনা ছিল আমাদের। সে কারণে ইফতারের পর অফিসে ফিরে গিয়ে কিছু টাকাপয়সা তোলার কথা। সারা দিনের কাজের চাপে টাকা তোলার কথা মাথা থেকে চলে গিয়েছিল। সুদানে বিদেশিদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বেশ জটিলতা ছিল। এ কারণে আমরা দৈনন্দিন খায়খরচার টাকা অফিস থেকেই তুলতাম। কিন্তু ইফতারের টেবিলে আমার চিফ ফাইন্যান্স কন্ট্রোলার জানালেন, তাঁকে জরুরি কাজে শ্বশুরবাড়ি যেতে হচ্ছে। এ জন্য তাঁর পক্ষে ইফতারের পর অফিসে ফেরত যাওয়া সম্ভব হচ্ছে না। ভদ্রমহিলা আইরিশ নাগরিক, তাঁর স্বামী সুদানিজ। তাঁর শ্বশুরবাড়ি খার্তুম শহরের কাছেই। তিনি অফিসে যাবেন না বলে আমার টাকা তোলার কাজটা মুলতবি রয়ে গেল।
একদিন পর শনিবার দিলরুবা আর আমি সপ্তাহের বাজার করতে বের হলাম। খার্তুম শহর কয়েকটি ভাগে বিভক্ত। আমরা থাকি খার্তুম এরিয়া টু নামে একটি অঞ্চলে। আমাদের অফিস খার্তুম এরিয়া টুতে হওয়ায় আমরাসহ কিছু আন্তর্জাতিক কর্মী এই এলাকায় থাকি। গাড়ি কিছুদূর যাওয়ার পর লক্ষ করলাম, দূরে কোথাও বড়সড় আগুনের কুণ্ডলী। একই সঙ্গে কানে আসতে থাকল গোলাগুলির আওয়াজ। অবাক হলাম। আমরা জানতাম, রমজানের সময় সাধারণত সেনাবাহিনী, আরএসএফ বা অন্য আদিবাসীরা যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকে। তা ছাড়া ১৬ এপ্রিল তো সেনাবাহিনী আর আরএসএফের মধ্যে সমঝোতাই হতে চলেছে। তাহলে হঠাৎ কী এমন ঘটনা ঘটে গেল?
দেখতে পেলাম রাস্তাজুড়ে আরএসএফের সদস্যদের গাড়িবহর বিমানবন্দরের দিকে যাচ্ছে। পরিস্থিতি সুবিধাজনক বলে মনে হলো না। তৎক্ষণাৎ গাড়ি বাড়ির দিকে ফেরাতে বললাম। রাস্তায় সৈন্যবহরের কারণে অনেক ঘুরপথে বাড়ি ফিরে আসতে হলো। গাড়িতে বসেই দেশি–বিদেশি সহকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিলাম। জানার চেষ্টা করলাম তারা এ মুহূর্তে কে কোথায়? প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া, হেডকোয়ার্টারে যোগাযোগ করা—এসব চলতে লাগল সারাটা পথে। কান্ট্রি ডিরেক্টর হিসেবে সব স্থানীয় ও আন্তর্জাতিক সহকর্মীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা আমার প্রথম ও প্রধান দায়িত্ব।
সুদানে সংঘাত চলছে