সম্প্রতি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার নতুন সুবিধা চালু করেছে মেটা। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের বার্তা ও ছবিযুক্ত স্ট্যাটাসে সর্বোচ্চ ১৫ সেকেন্ড এবং ভিডিও স্ট্যাটাসে সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত পছন্দের গানের অংশ যোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।

স্ট্যাটাসে গান যোগ করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘আপডেটস’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাড স্ট্যাটাস’ অপশন নির্বাচন করে পছন্দের ফরম্যাটে স্ট্যাটাস তৈরি করতে হবে। চাইলে নতুন ছবি বা ভিডিও ধারণের জন্য ক্যামেরাও ব্যবহার করা যাবে। এবার মিডিয়া নির্বাচনের পর পর্দার ওপরে থাকা ‘মিউজিক’ আইকনে ক্লিক করে তালিকা থেকে বা সার্চ করে পছন্দের গান নির্বাচন করতে হবে। গান নির্বাচনের পর ডান বাটনে ক্লিক করে নিচে থাকা সবুজ আইকনে ট্যাপ করলেই গানসহ স্ট্যাটাস তৈরি হয়ে যাবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ন য গ কর টসঅ য প

এছাড়াও পড়ুন:

কোনো দিন অন্যের ফ্যাশন ফলো করিনি

স্টার জলসার জনপ্রিয় টক শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’তে কলকাতার প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ একবার আমার কাছে জানতে চেয়েছিল, আমার ফ্যাশন স্টাইলগুলো কীভাবে আমি ক্রিয়েট করতাম।

বলেছিলাম, এটা আমি সচেতনভাবে করিনি। আমি সাধারণ পোশাকই পরতাম।

শুধু ঋতুপর্ণ ঘোষ একাই নয়, বিভিন্ন সময়ই আমাকে শুনতে হয়, আমি নাকি ‘স্টাইল আইকন’। লোকে আমাকে কেন স্টাইল বা ফ্যাশন আইকন বলে জানি না, তবে বললে আমি আনন্দ পাই। লোকে যে এত বছর আগের রুনাকেও মনে রেখেছে, তার পোশাক, গয়নাগাটি থেকে অনুপ্রেরণা পেয়েছে, ভাবলে ভালো লাগে।

ছোটবেলা থেকেই সাজগোজের শখ ছিল। মা চুল বেঁধে দিত। পোশাক কিনে দিত। আমাদের জামাকাপড়গুলো অন্যদের মতোই সাধারণ। তারপর স্কুল থেকেই পেশাদার শিল্পী হিসেবে গান গাওয়া শুরু। গান গাইতে কোথাও গেলে ফ্রক পরে যেতাম। বাড়ি থেকে মেকআপ করার অনুমতি ছিল না। শুধু টিভি অনুষ্ঠান হলে মেকআপ দেওয়ার অনুমতি ছিল।

খাটো চুলে টপ আর প্যান্টে রুনা লায়লা

সম্পর্কিত নিবন্ধ

  • কোনো দিন অন্যের ফ্যাশন ফলো করিনি