আশাশুনিতে মদপানে তিন যুবকের মৃত্যু, অসুস্থ ৯
Published: 3rd, April 2025 GMT
সাতক্ষীরার আশাশুনিতে মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ৯ জন সাতক্ষীরা, পাইকগাছাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় দু’জন ও বুধবার সকালে আরেকজনের মৃত্যু হয়। এর আগে ঈদের দিন সোমবার সন্ধ্যায় মদপানের পর রাত ১২টার দিকে অসুস্থতা বোধ করলে তাদের ভর্তি করা হয় হাসপাতালে।
মারা যাওয়া তিনজন হলেন আশাশুনির মিত্র তেঁতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে জাকির হোসেন টিটু (৪০), সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬) ও মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।
স্থানীয়রা জানান, ঈদের দিন সন্ধ্যায় তেঁতুলিয়া শ্মশানঘাট মাঠে বসে ১১ জন মদপান করেন। পরে তারা নিজ নিজ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ১২টার দিকে অসুস্থতা বোধ করলে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টার দিকে টিটু ও নাজমুলের মৃত্যু হয়। বুধবার সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান।
আশাশুনি থানার এসআই ফিরোজ জানান, তিনজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: মদপ ন মদপ ন ম ত য মদপ ন অবস থ
এছাড়াও পড়ুন:
আগের মতোই নোংরা-পচা ঢাকা লিগ
এনামুল হক পদত্যাগ করেছেন আরও আগে। তিনি মনে করেছেন, একজন ম্যাচ রেফারি হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটিতে থাকা তাঁর জন্য সমীচীন নয়। স্বার্থের সংঘাতের শঙ্কা থাকে। কাজেই টেকনিক্যাল কমিটিতে তিনি থাকবেন না। যদিও এনামুলের সরে যাওয়ার আসল কারণ এটি নয়।
কাল বিসিবির আম্পায়ার্স বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশের সেরা এবং আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের প্রথম এবং একমাত্র প্রতিনিধি শরফুদ্দৌলা ইবনে শহীদ। পদত্যাগপত্রে তিনি কী লিখেছেন জানা যায়নি। তবে কারণ অনেকটাই প্রকাশ্য।
মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়কে নিয়ে ঘরোয়া ক্রিকেটে ওঠা সাম্প্রতিক বিতর্কই এর কারণ। দুই ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে থাকা এই ক্রিকেটারকে নিষেধাজ্ঞা শেষ না হতেই একপ্রকার জোর করে খেলিয়ে দেওয়া একজন আম্পায়ার হিসেবে মেনে নিতে পারেননি শরফুদ্দৌলা। যেহেতু আবাহনীর বিপক্ষে ম্যাচের দিন মাঠে অখেলোয়াড়োচিত আচরণ এবং চরম শৃঙ্খলাভঙ্গের কাজটা হৃদয় তাঁর সঙ্গেই করেছিলেন, ম্যাচ শেষে জাতীয় দলের এই ক্রিকেটার সংবাদমাধ্যমের সামনে ‘ঘটনা অন্যদিকে’ গেলে ‘মুখ খোলার’ কথাও বলেন; মোহামেডান অধিনায়কের শাস্তি কমানোর অন্যায় সিদ্ধান্ত শরফুদ্দৌলার মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আম্পায়ারের মেনে নিতে না পারাটাই স্বাভাবিক।
আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ