রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলোত্তির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির অভিযোগে বুধবার (০২ এপ্রিল) স্পেনে তার বিচার কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন তিনি তার ‘ইমেজ রাইটস’ থেকে প্রাপ্ত আয় গোপন করে প্রায় ১০ লাখ ইউরো (প্রায় ১.০৮ মিলিয়ন ডলার) কর ফাঁকি দিয়েছেন।  

৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচের বিরুদ্ধে ২০১৪ ও ২০১৫ সালের আয়কর ফাঁকির দুটি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটররা আনচেলোত্তির জন্য প্রায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩.

২ মিলিয়ন ইউরো (প্রায় ৩.৪৪ মিলিয়ন ডলার) জরিমানা দাবি করেছেন।

তাদের অভিযোগ, তিনি শুধু তার রিয়াল মাদ্রিদ থেকে পাওয়া বেতন প্রকাশ করেছেন, কিন্তু ‘ইমেজ রাইটস’ থেকে পাওয়া আয়ের তথ্য গোপন করেছেন।  

আরো পড়ুন:

৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া ম্যাচ খেলতে নামবে না রিয়াল

রুদ্ধশ্বাস লড়াই জিতে কোয়ার্টার ফাইনালে রিয়াল

তিন দিন ধরে চলবে এই বিচার, তবে যেকোনো সময় আদালতের বাইরে আপসের সুযোগ রয়েছে। মামলার শুনানির আগেই স্প্যানিশ কর কর্তৃপক্ষ আনচেলোত্তির কাছ থেকে তাদের দাবিকৃত ফাঁকি দেওয়া অর্থ এবং তার সুদ আদায় করেছে বলে জানা গেছে।

আনচেলোত্তি অভিযোগ অস্বীকার করেছেন এবং স্পেনের বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখার কথা বলেছেন। গত সপ্তাহে তিনি বলেন, তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করার জন্য প্রস্তুত।  

ফুটবলে আনচেলোত্তির রেকর্ড অসাধারণ। তিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন—এর মধ্যে দুটি এসি মিলানের হয়ে এবং তিনটি রিয়াল মাদ্রিদের হয়ে। এছাড়া, তিনি একমাত্র কোচ যিনি ইউরোপের পাঁচটি বড় লিগ—ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সে শিরোপা জিতেছেন।  

আনচেলোত্তি হলেন স্পেনের কর কর্তৃপক্ষের নজরদারিতে থাকা সর্বশেষ ফুটবল ব্যক্তিত্ব। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো তারকা খেলোয়াড়দের বিরুদ্ধেও কর ফাঁকির মামলা হয়েছিল, যেগুলোর বেশিরভাগই বড় অঙ্কের জরিমানার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আনচ ল ত ত র কর ছ ন

এছাড়াও পড়ুন:

ব্যাংককে ড. ইউনূস-মোদির বৈঠক কাল

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে।

শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল বৈঠক অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ