সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় টিকটকের ভিডিও করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধরাধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ জানায়, বুধবার বিকেলে চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় দুইতলা বাসার ছাদে ওঠে। ভিডিও করার সময় সাকিব অসাবধানতাবশত নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

মাগুরায় সড়কে হাতির আকস্মিক মৃত্যু

সাজেকে আগুনে পুড়ে মৃত্যু

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মারফত জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/নুর/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত ভ ড ও কর

এছাড়াও পড়ুন:

খুলনায় বিদেশি পিস্তল, শটগান ও গুলিসহ আটক ২

খুলনা নগরীতে দুটি বিদেশি পিস্তল, একটি শটগান, আট রাউন্ড পিস্তলের গুলি ও সাত রাউন্ড শটগানের গুলিসহ ফারুক হোসেন ও খাইরুল সরদার নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে নগরীর রায়েল মহল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। সেসময় ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ওসি খায়রুল বাশার।

কেএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. আহসান হাবীব জানান, হরিণটানা থানা পুলিশ বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে জানতে পারে যে, দুই সন্ত্রাসী গ্রুপের মধ্য গোলা-গুলি হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। হরিণটানা থানা পুলিশ হাসপাতালে গিয়ে জনৈক খাইরুল সরদারকে (২৭) সনাক্ত করে।

তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, হরিণটানা থানাধীন বাঙ্গালবাড়ি এলাকায় তাদের দুই গ্রুপের মধ্য গোলা-গুলি হয় এবং অস্ত্র পরীক্ষা-নিরীক্ষা করার সময় তার হাতে থাকা পিস্তলের গুলি অসর্তকতার কারণে ফায়ার হয়ে তার বাম হাতের তালুতে লেগে জখম হয়। সে সন্ত্রাসী ফারুক হোসেনের গ্রুপে ছিল। তখন তাকে নিয়ে পুলিশ ৩ এপ্রিল সকাল থেকে বাঙ্গালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। 

গুলিবিদ্ধ খাইরুল অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের বাড়ি দেখিয়ে দিলে ফারুক হোসেনের বাড়ি তল্লাশী করা হয়। এ সময় ফারুককে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। এক পর্যায়ে তার নির্দেশনায় রান্না ঘরে থাকা জ্বালানি কাঠের স্তুপের মধ্য থেকে দুটি বিদেশি পিস্তল, তার বসত ঘরের মধ্য থাকা টিনের বাক্সে রাখা একটি শটগান এবং শটগানের সাত রাউন্ড কার্তুজ, ঘরের ভেতরের দেয়ালের উপর থেকে পিস্তলের আট রাউন্ড তাজা গুলি এবং এক রাউন্ড এমটি কার্তুজ ও তার বসত ঘরের খাটের নিচ থেকে একটি বড় রামদা উদ্ধার করা হয়। 

সেইসাথে অবৈধ অস্ত্র বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শটগান পুলিশের লুণ্ঠিত অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজ এবং দুস্কৃতকারীদের কাছে অবৈধ অস্ত্র কেনাবেচা করে বলে স্বীকার করে। খাইরুলের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। অভিযান অব্যহত রয়েছে।

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ