ছবি তুলতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২
Published: 2nd, April 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. কাইয়ুম (২২) ও মো. তারেক মিয়া (২৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো একজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন, কুমিল্লা দেবিদ্দার বাইরা ভাহুরা এলাকার আব্দুর করিম মিয়ার ছেলে কাইয়ুম মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার পুরকুইল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে মো.
ঘটনাস্থল পরিদর্শন করে আখাউড়া রেলওয়ে থানার এসআই শোভন নাথ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রেনের ছাদে থাকা কয়েকজন যুবক ছবি তোলার জন্য উঠে দাঁড়ায়।
এসময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস লাইনের তার পেঁচিয়ে তারা ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে কাইয়ুম নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া নেওয়ার পথে মো. তারেক মিয়ার মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রেনের ছাদের উপর কয়েকজন যুবক মোবাইলে ছবি অথবা ভিডিও করছিল এমন অবস্থায় ট্রেনের উপরে থাকা ডিস লাইনের তারে লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়া অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। মূমুর্ষ অবস্থায় আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।”
ঢাকা/রুবেল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য র লওয়
এছাড়াও পড়ুন:
প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
সুনামগঞ্জ মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন। এসময় রোববার তাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের সুষ্ঠু বিচার দাবি করে স্লোগান দেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের সপ্তম দিনেও উত্তপ্ত ছিল এই মেডিকেল ক্যাম্পাস। মিছিল, স্লোগানে তারা তাদের অনিশ্চিত শিক্ষা জীবনের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন। গত ১৫ এপ্রিল মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ ও ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
বুধবার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ, বৃহস্পতিবার শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যসেবা সচিব বরাবরে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। শনিবার শান্তিগঞ্জ বাজারে মানববন্ধন ও জনসংযোগ করেন শিক্ষার্থীরা।
রোববার সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয় তাদের।