বার্সা-অ্যাটলেটিকো: ফ্লিকের কাছে ‘ফাইনালের আগে ফাইনাল’
Published: 2nd, April 2025 GMT
কোপা দেল রে’র সেমিফাইনালে আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই শেষে ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছিল। তাই ফিরতি লেগের গুরুত্ব বেড়েছে বহুগুণ। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক এই ম্যাচকে ফাইনালের আগে আরেকটি ফাইনাল হিসেবে দেখছেন।
প্রথম লেগে নিজেদের মাঠে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচ ড্র করতে সক্ষম হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। এমন হোঁচট আগেও খেয়েছে কাতালানরা। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকেও অ্যাটলেটিকোর বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা। তবে ফিরতি লেগে অ্যাটলেটিকোর মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে দারুণ প্রত্যাবর্তন দেখায় বার্সেলোনা। ৭১ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় তুলে নেয় দলটি।
সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে সংবাদ সম্মেলনে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘এটি এক ভিন্নধর্মী লড়াই হতে যাচ্ছে, যা একপ্রকার ফাইনালের মতো। আমি বিশ্বাস করি, আমরা ফাইনালে পৌঁছাব। এই দলের ওপর আমি গর্বিত। এতদূর আসা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমাদের প্রাপ্য।’
ফ্লিক আরও যোগ করেন, ‘আমরা সুপার কাপ জিতেছি, তবে সেটা অতীত। আমাদের লক্ষ্য এখন ফাইনালে ওঠা। যদিও কাজটি সহজ হবে না, কারণ আতলেতিকোর অসাধারণ একজন কোচ আছে এবং তারা জানে কীভাবে লড়াই করতে হয়। আত্মবিশ্বাসী দল হিসেবে তারা কঠিন প্রতিপক্ষ হবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল র
এছাড়াও পড়ুন:
ট্রাম্প নতুন করে পাল্টা শুল্ক আরোপের কারণ কী
ভারত, পাকিস্তান, চীন, ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোসহ বিভিন্ন দেশে নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে বাজেভাবে ব্যবহার করেছে এবং আমেরিকান পণ্যের ওপর অসম শুল্ক আরোপ করেছে। এটিকে তিনি প্রতারণার সঙ্গে তুলনা করেছেন। অন্যান্য দেশ অসম শুল্ক আরোপ করার কারণে যুক্তরাষ্ট্রও তাদের ওপর এই পাল্টা শুল্ক আরোপ করছে।
তবে তার আরোপিত শুল্ক অন্যদের আরোপিত শুল্কের প্রায় অর্ধেক বলেও তিনি দাবি করেছেন। এটিকে তিনি তার দেশের জন্য মুক্তির দিন বলে অভিহিত করেছেন। এই দিনটির জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল বলেও জানান তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, সেই হিসেবে (অন্যদের তুলনায়) পুরোপুরি পাল্টা শুল্ক হচ্ছে না। তবে হ্যাঁ, আমি তা করতে পারতাম। কিন্তু এটি করলে অনেক দেশের জন্য কঠিন হয়ে যেত। আমি তা করতে চাইনি।
তিনি আরও বলেন, আজকের দিনটি আমেরিকান শিল্পের পুনর্জন্মের দিন এবং আজ আমেরিকা পুনরায় সম্পদশালী হল।
তবে ট্রাম্পের এমন পাল্টা শুল্ক আরোপের ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে হবে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
জেনে নেওয়া যাক, কোন দেশে কত শুল্ক আরোপ করা হলো-
বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে তা উল্লেখ করে, এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সেসব দেশে কত শতাংশ শুল্ক আরোপ করল সেই তালিকা তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পাল্টা এই শুল্ক আরোপে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ, ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ, পাকিস্তানের পণ্যের ওপর ২৯ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ, যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ, ইসরায়েলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, চিলির পণ্যে ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ, তুরস্কের পণ্যে ১০ শতাংশ, কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ, মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ, লাওসের পণ্যে ৪৮ শতাংশ এবং মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। সূত্র: বিবিসি