নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত টাইগ্রেসরা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন দলের লক্ষ্যের কথা। তিনি চান ব্যাটাররা দায়িত্বশীল ইনিংস খেলুক এবং বোলাররা ইকোনোমিক্যাল বোলিং করুক।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুলনামূলকভাবে কম ম্যাচ খেলেছি। তবে এবার বাছাইপর্বে তাদের মুখোমুখি হওয়ার আগে আমাদের থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে, যা আমাদের ভালো প্রস্তুতির সুযোগ করে দেবে।’

সাফল্যের জন্য ব্যাটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘প্রথমদিকে যদি আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারি, তাহলে তা দলের জন্য ইতিবাচক হবে। আমাদের ব্যাটিং পারফরম্যান্স ভালো করতে হবে।’

পাকিস্তানের পিচ ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশ দলের বোলারদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি। তিনি বলেন, ‘আমাদের বোলাররা সবসময় দুর্দান্ত পারফর্ম করে। ব্যাটিং-বান্ধব উইকেটে আমাদের বোলাররা যেন ভালো বোলিং করতে পারে, সেটাই লক্ষ্য।’

সাম্প্রতিক সিরিজগুলোর উদাহরণ টেনে জ্যোতি বলেন, ‘বিদেশের উইকেটে ভালো পারফর্ম করার জন্য বোলারদের অনেক পরিশ্রম করতে হয়। দেশে স্পিন-বান্ধব উইকেটে সঠিক জায়গায় বল ফেললেই উইকেট আসে, কিন্তু দেশের বাইরে তা কঠিন। তাই আমরা পরিকল্পনা করেছি, উইকেটের পেছনে ছুটে না গিয়ে যেন ইকোনোমিক্যাল বল করতে পারি।’

আগামী ৫ এপ্রিল থেকে লাহোরে শুরু হবে ছয় দলের বিশ্বকাপ বাছাইপর্ব। এখান থেকে সেরা দুটি দল মূল বিশ্বকাপে জায়গা করে নেবে। বাছাইপর্ব শুরুর আগেও প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে টাইগ্রেসরা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ছ ইপর ব ব শ বক প আম দ র উইক ট

এছাড়াও পড়ুন:

পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওয়াল্টার

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের প্রধান কোচ রব ওয়াল্টার। চার বছরের জন্য নিয়োগ পেলেও মাত্র দুই বছর পরই তিনি পদত্যাগ করলেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত কারণেই ওয়াল্টার দায়িত্ব ছাড়ছেন। তবে গুঞ্জন রয়েছে, দলের অধিকাংশ দ্বিপাক্ষিক সিরিজে দুর্বল পারফরম্যান্স ও নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় নিয়মিত ভ্রমণের চাপ তার এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বমঞ্চে বেশ সফল ছিলেন ওয়াল্টার। তার অধীনেই প্রোটিয়ারা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে দল।

তবে দ্বিপাক্ষিক সিরিজে দল ভালো করতে পারেনি। ওয়াল্টারের অধীনে দক্ষিণ আফ্রিকা সাতটি ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে, আর আটটি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে মাত্র একটি জিতেছে। এই পারফরম্যান্সও হয়তো তার পদত্যাগের অন্যতম কারণ।

প্রোটিয়াদের সামনে এখন ব্যস্ত সূচি। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এবং ২০২৬ সালে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সম্পর্কিত নিবন্ধ

  • পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওয়াল্টার
  • অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ভারতকে তুলোধুনা করা কনস্টাস
  • বিকাশ নেবে সিনিয়র অফিসার, কর্মস্থল ঢাকায়