বিশ্বকাপে জায়গা পেতে যে পরিকল্পনার কথা জানালেন জ্যোতি
Published: 2nd, April 2025 GMT
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত টাইগ্রেসরা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন দলের লক্ষ্যের কথা। তিনি চান ব্যাটাররা দায়িত্বশীল ইনিংস খেলুক এবং বোলাররা ইকোনোমিক্যাল বোলিং করুক।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুলনামূলকভাবে কম ম্যাচ খেলেছি। তবে এবার বাছাইপর্বে তাদের মুখোমুখি হওয়ার আগে আমাদের থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে, যা আমাদের ভালো প্রস্তুতির সুযোগ করে দেবে।’
সাফল্যের জন্য ব্যাটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘প্রথমদিকে যদি আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারি, তাহলে তা দলের জন্য ইতিবাচক হবে। আমাদের ব্যাটিং পারফরম্যান্স ভালো করতে হবে।’
পাকিস্তানের পিচ ব্যাটিং সহায়ক হলেও বাংলাদেশ দলের বোলারদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি। তিনি বলেন, ‘আমাদের বোলাররা সবসময় দুর্দান্ত পারফর্ম করে। ব্যাটিং-বান্ধব উইকেটে আমাদের বোলাররা যেন ভালো বোলিং করতে পারে, সেটাই লক্ষ্য।’
সাম্প্রতিক সিরিজগুলোর উদাহরণ টেনে জ্যোতি বলেন, ‘বিদেশের উইকেটে ভালো পারফর্ম করার জন্য বোলারদের অনেক পরিশ্রম করতে হয়। দেশে স্পিন-বান্ধব উইকেটে সঠিক জায়গায় বল ফেললেই উইকেট আসে, কিন্তু দেশের বাইরে তা কঠিন। তাই আমরা পরিকল্পনা করেছি, উইকেটের পেছনে ছুটে না গিয়ে যেন ইকোনোমিক্যাল বল করতে পারি।’
আগামী ৫ এপ্রিল থেকে লাহোরে শুরু হবে ছয় দলের বিশ্বকাপ বাছাইপর্ব। এখান থেকে সেরা দুটি দল মূল বিশ্বকাপে জায়গা করে নেবে। বাছাইপর্ব শুরুর আগেও প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে টাইগ্রেসরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ছ ইপর ব ব শ বক প আম দ র উইক ট
এছাড়াও পড়ুন:
ব্যর্থতার বৃত্তে নারী ফুটবল দল, ফিফা র্যাঙ্কিংয়ে অবনমন
মাস দুয়েক আগেও ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ লাফ দিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু সাম্প্রতিক আন্তর্জাতিক মঞ্চে টানা ব্যর্থতার কারণে সেই অর্জন ফিকে হয়ে গেল। টানা চারটি আন্তর্জাতিক ম্যাচে হারের ধাক্কায় ফিফা র্যাঙ্কিংয়ে আট ধাপ নিচে নেমে গেল আফঈদা-ঋতুপর্ণাদের দল।
এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে ওঠার পর আগস্ট মাসে বাংলাদেশ ১০৪তম স্থানে উঠে এসেছিল, যা ছিল দলের ইতিহাসে অন্যতম সেরা অবস্থান। সেই সময় তাদের র্যাঙ্কিং পয়েন্ট ছিল ১১৮০।
আরো পড়ুন:
আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ
ফ্লাইট মিস করার পর ঢাকায় পা রাখলেন হামজা
এশিয়ান কাপ বাছাই পর্বের সাফল্যের পর বাংলাদেশ দলের পারফরম্যান্সে দেখা দিয়েছে ধারাবাহিক অবনতি। সাম্প্রতিক সময়ে খেলা চারটি ম্যাচের ফলই ছিল নেতিবাচক, যা র্যাঙ্কিংয়ে সরাসরি প্রভাব ফেলেছে।
অক্টোবর (ব্যাংকক): থাইল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে যথাক্রমে ৩-০ এবং ৫-১ গোলে পরাজিত হয়।
নভেম্বর-ডিসেম্বর (ঢাকা): ঘরের মাঠে অনুষ্ঠিত তিন জাতি সিরিজে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে এবং আজারবাইজানের কাছে ২-১ গোলে হেরে যায়।
টানা চারটি পরাজয়ের ফলে বাংলাদেশ এখন ১০৪ নম্বর থেকে নেমে এসেছে ১১২ নম্বরে। তাদের বর্তমান র্যাঙ্কিং পয়েন্টও ১১৮০ থেকে কমে দাঁড়িয়েছে ১১৬৮।
যে দলগুলোর কাছে বাংলাদেশ হেরেছে, তাদের র্যাঙ্কিং প্রায় অপরিবর্তিত বা উন্নতি হয়েছে। থাইল্যান্ড (৫৩) এবং আজারবাইজান (৭৪) তাদের পূর্বের অবস্থানেই আছে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া মালয়েশিয়া এক ধাপ উন্নতি করে এখন ৯১ নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশ নারী দলের এই র্যাঙ্কিং পতন স্পষ্টতই সাম্প্রতিক দুর্বল পারফরম্যান্সের ফল। কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের এখন এই পিছিয়ে পড়া কাটিয়ে ওঠার জন্য নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
ঢাকা/আমিনুল