দিনাজপুরে ফেনসিডিলসহ আটকের পর এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার সকালে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দানিহারি ঢোলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশে সোপর্দ করার আগে আরিফ হোসেন (২৮) নামের ওই ব্যক্তিকে শুরুতে পিটুনি দেওয়া হয়। পরে ডিম দিয়ে ভাত খাওয়ায় এলাকার লোকজন।

দানিহারি ঢোলডাঙ্গার বাসিন্দাদের ভাষ্য, আরিফ দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। বারবার সতর্ক করার পরও সে এ কারবার চালিয়ে আসছিল। বুধবার সকালে এলাকাবাসী আরিফকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে দিনাজপুর কোতোয়ালি থানায় জানানো হয়। এরই মধ্যে উত্তেজিত জনতা আরিফকে মারধর শুরু করে। পরে এলাকার কিছু লোক তাকে ডিম দিয়ে ভাত খাইয়ে পুলিশের কাছে তুলে দেয়। 

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, স্থানীয় লোকজন ওই মাদক কারবারিকে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে। সে এখন থানা হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক রব র

এছাড়াও পড়ুন:

ভারত থেকে ১০ হাজার টন সেদ্ধ চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে

ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি এইচটি ইউনাইট’ নামে একটি জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। বুধবার রাতে এটি বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে।

বন্দরে আসা নতুন এই চালানের নমুনা ইতিমধ্যে সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। খুব দ্রুত জাহাজ থেকে চাল খালাসের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) এই চাল এসেছে বাংলাদেশে। চুক্তি অনুযায়ী মোট ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানায়, সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় ইতোমধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ