প্রথমে পিটুনি পরে ডিম-ভাত খাইয়ে মাদক কারবারিকে পুলিশে সোপর্দ
Published: 2nd, April 2025 GMT
দিনাজপুরে ফেনসিডিলসহ আটকের পর এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার সকালে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দানিহারি ঢোলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশে সোপর্দ করার আগে আরিফ হোসেন (২৮) নামের ওই ব্যক্তিকে শুরুতে পিটুনি দেওয়া হয়। পরে ডিম দিয়ে ভাত খাওয়ায় এলাকার লোকজন।
দানিহারি ঢোলডাঙ্গার বাসিন্দাদের ভাষ্য, আরিফ দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। বারবার সতর্ক করার পরও সে এ কারবার চালিয়ে আসছিল। বুধবার সকালে এলাকাবাসী আরিফকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে দিনাজপুর কোতোয়ালি থানায় জানানো হয়। এরই মধ্যে উত্তেজিত জনতা আরিফকে মারধর শুরু করে। পরে এলাকার কিছু লোক তাকে ডিম দিয়ে ভাত খাইয়ে পুলিশের কাছে তুলে দেয়।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, স্থানীয় লোকজন ওই মাদক কারবারিকে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে। সে এখন থানা হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক রব র
এছাড়াও পড়ুন:
পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
শুক্রবার মেহেরাজকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন। মেহেরাজের পক্ষে তার আইনজীবী এম এ মালেক তালুকদার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গাইবান্ধা থেকে মেহেরাজ ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় মাহাথির হাসান এবং আল কামাল শেখ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে আছেন। আলভী হোসান জুনায়েদ, আল আমিন সানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজী রিমান্ডে আছেন।
১৯ এপ্রিল বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় ২০ এপ্রিল বনানী থানায় মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর।
২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
ঢাকা/এম/রফিক