নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ আগেই হাতছাড়া করেছে পাকিস্তান। আজ বুধবার (০২ এপ্রিল) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তারা হার মেনেছে ৮৪ রানে। হ্যামিল্টনে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ৪১.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
ব্যাট হাতে পাকিস্তানের টপ অর্ডার ছিল ব্যর্থ। আব্দুল্লাহ শফিক ১, ইমাম-উল-হক ৩, বাবর আজম ১, মোহাম্মদ রিজওয়ান ৫ ও সালমান আগা ৯ রান করে আউট হন।
অলরাউন্ডার ফাহিম আশরাফ ৮০ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৭৩ ও পেসার নাসিম শাহ ৪৪ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান। এই ম্যাচে নাসিম তার ২৭ ম্যাচের ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান। এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৪০ রানে। এই দুইজনের বাইরে তৈয়ব তাহির ১৩ ও সুফিয়ান মুকিম অপরাজিত ১৩ রান করেন।
আরো পড়ুন:
হারের পর পাকিস্তান দলের জরিমানা
আরো একটি বিশ্বকাপে খেলার বিষয়ে যা বললেন কোহলি
বল হাতে ফাইফার নেন নিউ জিল্যান্ডের বেন সিয়ার্স। তিনি ৯.
তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে মিচেল হেই ৭৮ বলে ৭টি চার ও ৭ ছক্কায় অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেন। ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। এছাড়া মুহাম্মদ আব্বাস ৪১, নিক কেলি ৩১, হেনরি নিকোলস ২২ রানের ইনিংস খেলেন। তাতে নিউ জিল্যান্ডের রান ২৯২ পর্যন্ত যায়।
বল হাতে পাকিস্তানের মুকিম ১০ ওভারে ১ মেডেনসহ ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম ১০ ওভারে ৭৮ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ, আকিফ জাভেদ ও হারিস রউফ।
অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন মিচেল হেই।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইক ট ন ন র ন র ইন
এছাড়াও পড়ুন:
রাবি শিবির নেতা নোমানী হত্যা মামলার আসামিকে গুলি করে কুপিয়ে গেল দুর্বৃত্তরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামিকে গুলি করে এবং কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত ব্যক্তির নাম রবিউল ইসলাম ওরফে রবি (৪০)। তিনি নগরীর বিনোদপুর-মীর্জাপুর এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের ছেলে। রবিউল আওয়ামী লীগের কর্মী। তার নামে পাঁচটি মামলা রয়েছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বুধবার রাতে পঞ্চবটি এলাকায় রবিউলকে কুপিয়ে আহত করা হয়। এছাড়া তাকে গুলিও করা হয়েছে। ঘটনাস্থলে পাঁচ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে। কয়েকজন হামলাকারী মোটরসাইকেলে এসে গুলি করে আবার মোটরসাইকেলেই চলে গেছে।
ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রা রবিউলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাকে ৩১ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস বলেন, রবিউলের এক পায়ে গুলি করা হয়েছে। অন্য পা এবং দুটি হাতে কোপানো হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, রবিউল ইসলামের নামে মোট পাঁচটি মামলা আছে। এর মধ্যে রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলারও আসামি তিনি।
উল্লেখ্য, ২০০৯ সালের ১৩ মার্চ রাবি ক্যাম্পাস ও পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে ছাত্রশিবির, ছাত্রলীগ এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী নিহত হন। এ মামলায় গত বছরের ২৪ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রবিউল ইসলাম।