ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশা ও পিকআপ ভ্যান রাখা নিয়ে কথা কাটাকাটির মধ্যে ছুরিকাঘাতে তৌফিক (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

বুধবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক উপজেলার আদমপুর গ্রামের আরু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে গ্যাস সিলিন্ডারের দোকেনের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী হৃদয় ও জুয়েল মিয়া জনান, আদমপুর বাজারের পাশে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান রেখে দুই ড্রাইভার হোটেলে নাস্তা করতে যান। এ সময় ড্রাইভারদের তৌফিক অটোরিকশা ও পিকআপ ভ্যান সরাতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কটাকাটি হয়। এর এক পর্যায়ে হাতাহাতি হয়। তখন তৌফিকের বুকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

বিছানায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ

বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মো.

মাহবুব জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক আল আমিন শিপনকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রুবেল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত প কআপ ভ য ন

এছাড়াও পড়ুন:

ট্রান্সফরমার বিকল হয়ে নেত্রকোনা শহরের একাংশ ৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন

নেত্রকোনা পৌর শহরের জয়নগর এলাকায় ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার সহস্রাধিক গ্রাহক। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অভিযোগকেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তা পলাশ মিয়া প্রথম আলোকে বলেন, শহরের ৭ নম্বর ফিডারের ট্রান্সফরমার গতকাল রাত তিনটার দিকে বিকল হয়ে যায়। এ কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তিনি বলেন, নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে। ফলে কিছুটা সময় লাগবে।

পিডিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরে ১০টি ফিডারের আওতায় ৫৪ হাজার ৩২৫ জন গ্রাহক রয়েছেন। গতকাল রাত তিনটার দিকে ৭ নম্বর ফিডারে হঠাৎ ভোল্টেজ কমে যায়। প্রাথমিকভাবে কিছু সময় আংশিক বিদ্যুৎ থাকলেও কিছুক্ষণ পর পুরো এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন বাতি, পাখা, রেফ্রিজারেটর বন্ধ হয়ে যায়। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।

সকাল সাড়ে ৯টার দিকে জয়নগর এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি নিয়মিত বাসায় নেবুলাইজার ব্যবহার করি। বিদ্যুৎ না থাকায় সেটা ব্যবহার করতে পারছি না, শ্বাসকষ্টে ভুগছি।’

একই এলাকার আরেক বাসিন্দা শাহনাজ পারভীন বলেন, ‘বিদ্যুৎ না থাকায় পানির সংকট দেখা দিয়েছে। গোসল, রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে। বাচ্চারা পড়াশোনা করতে পারছে না।’

নেত্রকোনা পিডিবি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন বলেন, ‘ট্রান্সফরমার বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে নতুন ট্রান্সফরমার বসানোর কাজ চলছে। আশা করছি, শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রান্সফরমার বিকল হয়ে নেত্রকোনা শহরের একাংশ ৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন