ব্রাহ্মণবাড়িয়ায তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত
Published: 2nd, April 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশা ও পিকআপ ভ্যান রাখা নিয়ে কথা কাটাকাটির মধ্যে ছুরিকাঘাতে তৌফিক (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক উপজেলার আদমপুর গ্রামের আরু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে গ্যাস সিলিন্ডারের দোকেনের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী হৃদয় ও জুয়েল মিয়া জনান, আদমপুর বাজারের পাশে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান রেখে দুই ড্রাইভার হোটেলে নাস্তা করতে যান। এ সময় ড্রাইভারদের তৌফিক অটোরিকশা ও পিকআপ ভ্যান সরাতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কটাকাটি হয়। এর এক পর্যায়ে হাতাহাতি হয়। তখন তৌফিকের বুকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
সাতক্ষীরায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু
বিছানায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ
বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মো.
ঢাকা/রুবেল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত প কআপ ভ য ন
এছাড়াও পড়ুন:
ঈদের দিন আগুনে পুড়ল ছয় দোকান
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর তোফায়েল নগর বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাজী শরিফুল ইসলাম বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে।’’
আরো পড়ুন:
সুন্দরবনে আগুন লেগে সাড়ে ৫ একর বনভূমি ক্ষতিগ্রস্ত
দীঘিনালায় বাজারে লাগা আগুনে পুড়ল ১৬ প্রতিষ্ঠান
ক্ষতিগ্রস্ত মুদি দোকানি আবু জাহের বলেন, ‘‘সকালে ঈদের নামাজ শেষ হতেই খবর পাই, দোকানে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, আগুনে সব পুড়ে গেছে।’’
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’’
ঢাকা/রুবেল/রাজীব