হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে দীর্ঘদিন ধরেই লন্ডনের ক্লাব আর্সেনালের একজন বড় ভক্ত। তাই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বুকায়ো সাকা চোট কাটিয়ে মাঠে ফিরলে তা উদযাপন করতে ভুল করেননি তিনি। সাকার প্রত্যাবর্তন উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন এই অস্কারজয়ী তারকা।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে আর্সেনালের জার্সি পরে হাজির হন অ্যান হ্যাথাওয়ে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক #৭’, যা আর্সেনালের জার্সি নম্বর ৭ পরিহিত বুকায়ো সাকার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে।

এর আগেও আর্সেনালের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন অ্যান হ্যাথাওয়ে। লিয়ান্দ্রো ট্রোসারের করা এক গোল উদযাপনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। পরে ট্রোসারও এক ভিডিও বার্তায় হ্যাথাওয়েকে ধন্যবাদ জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

          View this post on Instagram                      

A post shared by Anne Hathaway (@annehathaway)

ইনজুরি থেকে ফিরে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন বুকায়ো সাকা। বদলি খেলোয়াড় হিসেবে নামার মাত্র ৭ মিনিট পরেই গোল করেন তিনি। তার এই গোলেই ফুলহামের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় আর্সেনাল।

এই জয়ের পরও প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানেই রয়েছে আর্সেনাল। তবে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ৯ পয়েন্টের ব্যবধান রয়েছে, এবং লিভারপুলের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। ফলে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে মিকেল আর্তেতার দল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর স ন ল আর স ন ল র

এছাড়াও পড়ুন:

অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা  

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার। 

এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। 

শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ