ময়মনসিংহের মুক্তাগাছায় ঈদের দিন বেড়াতে গিয়ে ১০ বছরের এক শিশুকে রাতভর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টায় মূল আসামি মো. দুলাল মিয়াকে (২৮) স্থানীয় ল্যাংড়ার বাজার থেকে তথ্যপ্রযুক্তি ও স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। এর আগে দুলাল মিয়াকে পালিয়ে যেতে সহযোগিতাকারী প্রতিবেশী মজিদ মিয়াকে (৪০) আটক করেছিল পুলিশ।

অভিযুক্ত দুলাল মিয়া নামা মহিষতারা গ্রামের মন্নেছ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন।

মঙ্গলবার (১ এপ্রিল) ধর্ষণের শিকার ওই শিশুর ভাই বাদী হয়ে ৬ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

স্থানীয় জনতা জানায়, ধর্ষণে অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তা করায় মজিদ মিয়াকে উত্তেজিত জনতা মারধর করে। এসময় মজিদের বাড়ি ও তার ভাই আতিকের দোকানে ভাঙচুর করে। বুধবার সকালে দুলাল ও সহায়তাকারী মজিদের বাড়িঘর ও দোকানে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নামা মহিষতারা গ্রামের মো.

দুলাল মিয়া মহিষতারা আহাম্মদিয়া এতিমখানার মাদরাসার নূরানি বিভাগের সপ্তম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ঈদের দিনে বান্ধবীদের সঙ্গে বেড়াতে গেলে রাতে আর বাসায় ফেরেনি সে। পরেরদিন প্রতিবেশী আব্দুর রহমানের বাড়িতে পাওয়া যায় তাকে। পরে বাড়ির নারী সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দুলাল মিয়ার দ্বারা রাতভর ধর্ষণের শিকার হয়েছে বলে জানায়। ধর্ষণের শিকার এই শিশুকে প্রথমে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমকালকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মূল অভিযুক্তকে পালিয়ে যেতে সহযোগিতা করায় আরেক আসামি মজিদকে আটক করা হয়েছিল। আজ মূল অভিযুক্ত দুলালকে গ্রেপ্তা‌র করেছি। মামলাটি খুবই স্পর্শকাতর।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভারতকে রুখে দেওয়ার পুরস্কার র‍্যাঙ্কিংয়ে পেলেন হামজারা

২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতকে রুখে দেওয়ার পর র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন হামজা চৌধুরীরা।

আজ প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। ২০২৩ সালের অক্টোবরে ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ।

তখন এক মাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নেয় লাল–সবুজের জার্সিধারীরা। ২০২৩ সালে অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ মাস ১৮৩ নম্বরে থাকার পর পিছিয়ে পড়ে বাংলাদেশ। গত বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট আটবার র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। এই সময়ে বাংলাদেশ ১৮৪ আর ১৮৫ এর ঘরেই আটকা ছিল৷

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। ৯০৬.৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ভুটান।

ফিফা র‍্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালে ফুটবল খেলা দেশগুলোর মধ্যে এমন শক্ত অবস্থানে ছিল তাঁরা। এরপর নিয়মিত বিরতিতে মাঠের পারফরম্যান্স পড়তির দিকে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ে গ্রাফটাও নিম্নমুখী হতে থাকে৷ ২০১৮ সালে বাংলাদেশ নেমে গিয়েছিল সর্বনিম্ন ১৯৭ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এমন উন্নতির দিনে একধাপ পিছিয়েছে ভারত। সুনীল ছেত্রীরা এখন ১২৭তম অবস্থানে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সেই সিঙ্গাপুরও একধাপ পিছিয়ে এখন ১৬১-তে।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই ধরে রেখেছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলের হারানো আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ১৮.৯১।

আর্জেন্টিনার পরেই আছে স্পেন। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে স্প্যানিশরা। চারে ইংল্যান্ড, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে পাঁচে।

সম্পর্কিত নিবন্ধ