হবিগঞ্জ জেলার লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জিরুন্ডা গ্রামে এ ঘটনা ঘটেছে। লাখাই থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) বন্দে আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মোচন মিয়ার সঙ্গে একই গ্রামের মোস্তফা মিয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এর জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলাম (৩৫) হৃদয় মিয়া (২৫), সাইফুল (৪৫), অন্তর (১৮) ও নীরবকে (২০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

ঢাকা/মামুন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জেনি আবারও বিলবোর্ডের তালিকায়

আবারও বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকায় জায়গা করে নিলেন ব্ল্যাকপিংক তারকা জেনি। তালিকায় ৯৬তম স্থানে রয়েছে তাঁর একক গান ‘লাইক জেনি’।

এর মধ্যে কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যালে গেয়েছেন জেনি। ফেস্টিভ্যাল থেকে ফিরেই সুখবরটি পেলেন তিনি।

জেনি

সম্পর্কিত নিবন্ধ