চীনের রাজধানী বেইজিংয়ে প্রথমবারের মতো চাঁদের নিকট ও দূরপ্রান্ত থেকে সংগ্রহ করা নমুনাগুলো প্রদর্শন করা হচ্ছে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন এবং জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১ এপ্রিল) শুরু হওয়া এ প্রদর্শনী চীনের দুই দশকের চন্দ্র অনুসন্ধান কর্মসূচির ওপর ভিত্তি করে আয়োজিত।

জাতীয় জাদুঘরে চীনের ছ্যাং’এ-৫ ও ছ্যাং’এ-৬ অভিযানে সংগৃহীত নমুনাগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এছাড়াও আছে শতাধিক গুরুত্বপূর্ণ নিদর্শন, ছবি ও নথিপত্র। এ প্রদর্শনী দুই মাসব্যাপী চলবে।

প্রদর্শনী উদ্বোধনের সময় চীনের চন্দ্র অনুসন্ধান কর্মসূচির প্রধান প্রকৌশলী উ ওয়েইরেন বলেন, চীনের এই কর্মসূচি গত দুই দশকে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, প্রকৌশল উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরো বলেন, চন্দ্র গবেষণার মাধ্যমে নতুন উপাদান, খনিজ এবং ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ করা হয়েছে, যা মানুষের চাঁদ সম্পর্কিত জ্ঞানকে আরো সমৃদ্ধ করেছে।

উ ওয়েইরেন জানান, ২০২৬ সালের মধ্যে চীনের ছ্যাং’এ-৭ মিশন চাঁদের দক্ষিণ মেরুতে পানি, পরিবেশ ও সম্পদের অনুসন্ধান করবে। ২০২৮ সালে ৮ নম্বর মিশন চাঁদের স্থানীয় সম্পদের ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে এবং যোগাযোগ ও জ্বালানি ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে। চাঁদের উপাদান ব্যবহার করে প্রথম ‘চন্দ্র ইট’ তৈরির উদ্যোগও নেওয়া হবে।

ঢাকা/হাসান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারতকে রুখে দেওয়ার পুরস্কার র‍্যাঙ্কিংয়ে পেলেন হামজারা

২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতকে রুখে দেওয়ার পর র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন হামজা চৌধুরীরা।

আজ প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এটিই সর্বোচ্চ অবস্থান। ২০২৩ সালের অক্টোবরে ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ।

তখন এক মাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নেয় লাল–সবুজের জার্সিধারীরা। ২০২৩ সালে অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ মাস ১৮৩ নম্বরে থাকার পর পিছিয়ে পড়ে বাংলাদেশ। গত বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট আটবার র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। এই সময়ে বাংলাদেশ ১৮৪ আর ১৮৫ এর ঘরেই আটকা ছিল৷

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। ৯০৬.৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ভুটান।

ফিফা র‍্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালে ফুটবল খেলা দেশগুলোর মধ্যে এমন শক্ত অবস্থানে ছিল তাঁরা। এরপর নিয়মিত বিরতিতে মাঠের পারফরম্যান্স পড়তির দিকে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ে গ্রাফটাও নিম্নমুখী হতে থাকে৷ ২০১৮ সালে বাংলাদেশ নেমে গিয়েছিল সর্বনিম্ন ১৯৭ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের এমন উন্নতির দিনে একধাপ পিছিয়েছে ভারত। সুনীল ছেত্রীরা এখন ১২৭তম অবস্থানে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সেই সিঙ্গাপুরও একধাপ পিছিয়ে এখন ১৬১-তে।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই ধরে রেখেছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলের হারানো আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ১৮.৯১।

আর্জেন্টিনার পরেই আছে স্পেন। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে স্প্যানিশরা। চারে ইংল্যান্ড, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে পাঁচে।

সম্পর্কিত নিবন্ধ