নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
Published: 2nd, April 2025 GMT
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের (৪৫) ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে একই ইউনিয়নের হেরাঙ্গির পোল নামক স্থানে ওই হামলার ঘটনা ঘটে।
হামলায় জাকির হোসেন গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে এবং হাসপাতালে যায়। তবে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জেলা শহর মাইজদী থেকে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে একই ইউনিয়নের হেরাঙ্গির পোল নামকস্থানে ছয়-সাতজনের একদল দুর্বৃত্ত লাঠিসোঠা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল কর্মী অতর্কিতে বিএনপি নেতা জাকির হোসেনের ওপর হামলা চালিয়েছে। তবে হামলার কারণ এখনো তিনি জানতে পারেননি। হামলায় জাকির হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশের পৃথক দুটি দলকে পাঠানো হয়েছে। পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ
এছাড়াও পড়ুন:
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা-টঙ্গী-ভৈরব রেললাইনের আড়িখোলা রেলস্টেশনের অদূরে রেললাইনের পূর্বপাশ থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, নিহত যুবকের বয়স ৩২ থেকে ৩৫ বছর। তার পরনে সাদা ও নীল রঙের হাফ হাতা গেঞ্জি এবং কালো জিন্স প্যান্ট ছিল।
তিনি আরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
শেরপুরে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
কবরের ওপর পড়ে ছিল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। পরিচয় শনাক্ত হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিচয় না পাওয়া গেলে, ময়নাতদন্ত শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানিয়েছেন এসআই জহিরুল ইসলাম।
ঢাকা/রফিক/বকুল