রাউজানে প্রকৌশলীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক
Published: 2nd, April 2025 GMT
চট্টগ্রামের রাউজানে ‘জমি নিয়ে বিরোধের জেরে’ এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের তীতা গাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুহাম্মদ নুরুল আলম (৪০) আলম। তিনি একই এলাকার বাসিন্দা। তবে চট্টগ্রাম নগরে বসবাস করতেন। অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন তীতা গাজীপাড়ার দিদারুল আলম ও নজরুল ইসলাম। তাঁরা নরুল আলমের সৎভাই।
গতকাল সন্ধ্যায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আজ বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলাও হয়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে আজ বিকেলেই মরদেহটি পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এরপর মামলা করবে পরিবার, এমনটিই জানা গেছে।
পুলিশ, কয়েকজন স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দিদারুল আলম ও নজরুল ইসলামের সঙ্গে নুরুল আলমের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। গতকাল ঈদের পরদিন চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে যান নুরুল আলম। গতকাল দুপুরে এ বিষয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দিদারুল ও নজরুল মিলে নুরুল আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানেই মারা যান নুরুল আলম।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম ভূইঁয়া জানান, জায়গাজমি বিরোধ থেকে ওই ব্যক্তিকে কয়েকজন মিলে হত্যা করেছে। পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পায়নি। তাঁরা এলাকা ছেড়ে পালিয়েছেন। মামলা দিলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার।
এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।