ঈদের ছুটি না কাটিয়ে কী পেতে চান নিগাররা
Published: 2nd, April 2025 GMT
ঈদের আগের দিন সবার যখন বাড়ি ফেরার তাড়া, তখন নিগার সুলতানা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন অনুশীলনের ছবি। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তখন বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রস্তুতি চলছিল। সামনে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। ওই টুর্নামেন্টের জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন নিগাররা। বাছাইয়ে খেলতে আগামীকাল ৩ এপ্রিল সকালে লাহোরের বিমান ধরবে নারী ক্রিকেট দল।
আরও পড়ুনধোনিকে কেন আইপিএলে দরকার, ব্যাখ্যা দিলেন গেইল২ ঘণ্টা আগেএবারের ঈদটা তাই পরিবারের সঙ্গে কাটেনি নারী ক্রিকেটারদের। কিছুটা হলেও যে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন, সেটা বোঝা গেল আজ মিরপুরে সংবাদ সম্মেলনে নিগারের কথা শুনে, ‘প্রস্তুতির জন্য এই ঈদের ছুটিতে বাসায় যেতে পারিনি। ঈদের আগের দিনও অনুশীলন করতে হয়েছে।’
গতবারও আমাদের বাছাই পেরিয়েই বিশ্বকাপ খেলতে হয়েছে। এবারও একই ঘটনা। হয়তো আমাদের সুযোগ ছিল (সরাসরি খেলার), কিন্তু সেটা নিতে পারিনি। তবে বাছাইপর্ব যদি ভালো খেলতে পারি, সবার প্রত্যাশা তো এটাই, যেন বিশ্বকাপ খেলতে পারি।নিগার সুলতানা, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কতবে বিশ্বকাপের গুরুত্বটা জানেন নিগার। সেখানে খেলার সুযোগ পেলে যে সেটা ঈদের আনন্দের চেয়েও বড় কিছু হবে, তা–ও বোঝেন। সে জন্যই তো এটাও বললেন, ‘আমরা সবাই জানি, দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট। একটা দল যখন বড় একটা আইসিসি ইভেন্টে খেলে, তখন দলটাকে সবাই ভিন্নভাবে দেখে। ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারলে আইসিসির কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ মেলে। আমাদের ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় ব্যাপার। শেষবার যখন আমরা বিশ্বকাপ খেলেছি, তারপর কিন্তু আমাদের ম্যাচের সংখ্যা অনেক বেড়ে গেছে। সম্মানের দিক থেকে বলেন, আর্থিকভাবে বলেন, আমরা খেলোয়াড়রা অনেক লাভবান হয়েছি।’
অনুশীলনের এক মুহূর্তে পেসার মারুফার সঙ্গে খুনসুটি নিগারের.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প র জন য আম দ র
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, গ্রেপ্তার ৫: র্যাব
রাজধানীর দক্ষিণখান এলাকায় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করার কথা র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মারুফ (২২), মোহাম্মদ হৃদয় (২০), মো. সোহান (২৫) ও মোহাম্মদ রায়হান (১৮)। আরেকজন বয়সে কিশোর।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগী ব্যক্তি র্যাবের কাছে অভিযোগ করেন। বলেন, ছিনতাইকারীদের বিমানবন্দর রেলস্টেশনে অবস্থান করতে দেখেছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর নৈশকালীন টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র্যাব কর্মকর্তাদের বলেন, আবদুল্লাহপুরের বস্তিতে মুঠোফোনটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করেছেন।
মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আরও বলেন, পরে র্যাবের দলটি গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে নিয়ে বস্তিতে অভিযান চালায়। তখন ছিনতাই করা মুঠোফোনটি আরেক চক্রের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম ঠিক হচ্ছিল। এ সময় মুঠোফোনটি উদ্ধার করে র্যাব। এ ছাড়া আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।