নটিংহ্যামের বিপক্ষে হারের পর যা বললেন আমোরিম
Published: 2nd, April 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটি হতাশাজনক ফলের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে দলটি। ম্যাচ শেষে কোচ রুবেন আমোরিম স্বীকার করেছেন যে সমস্যার সমাধান করতে তার হাতে বেশি সময় নেই।
২০২৩-২৪ মৌসুমে এটি ইউনাইটেডের ১৪তম হার, যা তাদের লিগ টেবিলের ১৩তম স্থানে নামিয়ে দিয়েছে। সাবেক ইউনাইটেড ফরোয়ার্ড অ্যান্টনি অ্যালেঙ্গার একমাত্র গোলেই হারতে হয়েছে রেড ডেভিলদের।
হারের পর সংবাদ সম্মেলনে আমোরিম বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে খুব বেশি সময় পাওয়া যায় না। আমিও পাব না। আমাদের দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রথমার্ধে আমরা ম্যাচের শুরুতেই গোল হজম করি, এরপর নটিংহ্যাম রক্ষণ সামলাতে আরও খেলোয়াড় নামিয়ে প্রতিরোধ গড়ে তোলে। আমাদের আক্রমণের গতি বাড়ানোর জন্য দ্রুত বিকল্প বের করতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছিলাম। কিন্তু শেষ দিকে সেভাবে প্রভাব রাখতে পারিনি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ব ন আম র ম
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, গ্রেপ্তার ৫: র্যাব
রাজধানীর দক্ষিণখান এলাকায় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করার কথা র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মারুফ (২২), মোহাম্মদ হৃদয় (২০), মো. সোহান (২৫) ও মোহাম্মদ রায়হান (১৮)। আরেকজন বয়সে কিশোর।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগী ব্যক্তি র্যাবের কাছে অভিযোগ করেন। বলেন, ছিনতাইকারীদের বিমানবন্দর রেলস্টেশনে অবস্থান করতে দেখেছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর নৈশকালীন টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র্যাব কর্মকর্তাদের বলেন, আবদুল্লাহপুরের বস্তিতে মুঠোফোনটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করেছেন।
মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আরও বলেন, পরে র্যাবের দলটি গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে নিয়ে বস্তিতে অভিযান চালায়। তখন ছিনতাই করা মুঠোফোনটি আরেক চক্রের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম ঠিক হচ্ছিল। এ সময় মুঠোফোনটি উদ্ধার করে র্যাব। এ ছাড়া আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।