শুধু বাবার নাম বলতে পারছে ৬ বছরের আরাধ্যা
Published: 2nd, April 2025 GMT
আরাধ্যা বিশ্বাস। বয়স বড়জোর ৬ কিংবা ৭ হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নং নিউরো ওয়ার্ডে আছে। সে শুধু নিজের নাম আর বাবার নাম বলতে পারছে। আরাধ্যা বললেন, ‘আমার বাবার নাম দীলিপ বিশ্বাস।’ এর বেশি কিছু তার মনে নেই। মনে নেই ঠিকানাও।
বুধবার লোহাগড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় বাসিন্দারা। মাথায় আঘাত পাওয়া এই শিশু হাসপাতালের বেডে শুয়ে কাঁদছে অঝোরে।
চমেক হাসপাতালের কর্তব্যরত ডিউটি ডাক্তার বলেন, ‘মাথায় আঘাত পেয়েছে শিশুটি। তার স্বজনদের দরকার এখন। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারে খবর দিন প্লিজ।’
বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ পর্যন্ত ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও পাঁচজন পরুষ। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন আর ধ য
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’