সাতক্ষীরার আশাশুনিতে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) ভোররাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার কাঁদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া গ্রামের সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৫) ও জাফর খাঁর ছেলে টিটু খাঁ (৩৩)।

এর আগে, গত সোমবার ঈদের রাতে ১৫ থেকে ২০ জন বন্ধু মিলে একসঙ্গে মদপানে করেন। পরদিন অসুস্থ হয়ে পড়েন ১১ জন। এর মধ্যে, আজ দুজন মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বাকি চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসর (আরএমও) ডা.

প্রসন কুমার বলেন, ‘‘মদপানে অসুস্থ একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। আরেকজন অন্য হাসপাতালে মারা গেছেন।’’

আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বলেন, ‘‘মদপানে মৃত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/শাহীন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মদপ ন

এছাড়াও পড়ুন:

বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে সবার ধর্ম পালন করছে। কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিবেশ নেই।’

শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দসংলগ্ন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনকালে এ কথা বলেন উপদেষ্টা।

সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অনেকে আছে, যারা ভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করলে লোকজনে বেশি দেখবে, তারা পয়সাটা বেশি পাবে। এ জন্যও অনেকে কাজ করে। বিদেশি মিডিয়া অনেক সময় মিথ্যা সংবাদ দেয়। আপনারা সত্যি সংবাদ দিয়ে এটার কাউন্টার করবেন। তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের কোনো ভুল থাকলে আপনারা দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না।’

লাঙ্গলবন্দের তীর্থস্থানকে পর্যটন কেন্দ্র করা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই স্থানকে কীভাবে পর্যটন কেন্দ্র করা যায়, সে বিষয়ে আমরা দেখব। কিন্তু পর্যটন কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি একটি পুণ্যভূমি। এটি ধর্মীয় বিষয়। পর্যটক এখানে এলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

শনিবার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে মহাষ্টমী স্নানোৎসবে দেশ-বিদেশ থেকে আসা কয়েক লাখ পুণ্যার্থী অংশ নেন। পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা থেকেও পুণ্যার্থী আসেন বলে জানিয়েছেন স্নান উদযাপন কমিটির সভাপতি সরোজ কুমার সাহা।

সম্পর্কিত নিবন্ধ