কেমব্রিজ ডিকশনারির এক ‘বিশেষ ঘোষণা’ নিয়ে নেটিজেনদের মধ্যে হইচই পড়েছিল। নানা রকম মন্তব্য, আলোচনা, সমালোচনাও হয়েছে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) কেমব্রিজ ডিকশনারির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আপনাদের জানাচ্ছি। কেমব্রিজ ডিকশনারি থেকে ইংরেজি বর্ণমালার কিউ (Q বা q) অক্ষরটি সরিয়ে ফেলা হবে!’ এর বদলে কোন শব্দ ব্যবহার করা হবে, তাও বলা হয় পোস্টে।

আসলে গতকাল মঙ্গলবার ছিল ১ এপ্রিল। এই দিনে মজার ছলে নেটিজেনদের ‘এপ্রিল ফুল’ বানাতে কেমব্রিজ ডিকশনারি ভেরিফায়েড ফেসবুক পেজে ওই পোস্ট দেওয়া হয়।

আরও পড়ুনজাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা৩১ মার্চ ২০২৫

কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষের ভেরিফায়েড ফেসবুক পেজের ‌এই বিশেষ ঘোষণায় হইচই পড়ে যায় নেটিজেনদের মধ্যে। অনেকে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন। তবে কিছুক্ষণ পরই আসল রহস্য বা তথ্য বেরিয়ে আসে। আসলে মজার ছলে নেটিজেনদের ‘এপ্রিল ফুল’ বানাতে এ পথ বেছে নিয়েছিল কেমব্রিজ ডিকশনারি ভেরিফায়েড ফেসবুক পেজের অ্যাডমিন। আসলে ‘কিউ’ শব্দটি থাকছে আগের মতোই। অনুসারীদের বোকা বানাতে এমন পোস্ট দেওয়া হয়েছিল।

কেমব্রিজ ডিকশনারি থেকে ইংরেজি বর্ণমালার ১৭তম অক্ষর কিউ (Q বা q) সরিয়ে ফেলা–সংক্রান্ত প্রথম পোস্টে ‘আমাদের কমিউনিটির জন্য একটি বিশেষ ঘোষণা’ শিরোনামে বলা হয়, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেয়ার করতে এসেছি। আমাদের কমিউনিটির সদস্যরা সব সময় ইংরেজি বানান নিয়ে সমস্যায় পড়েন, বিশেষ করে “q” অক্ষর দিয়ে বানান করা শব্দগুলোর সঙ্গে। তাই আমরা কেমব্রিজ ডিকশনারি থেকে “q” অক্ষরটি সরিয়ে ফেলব।’ q অক্ষরের পরিবর্তে কোন অক্ষরটি ব্যবহার করা হবে, সেটিও জানিয়ে বলা হয়, ‘বর্তমানে “qu” দিয়ে বানান করা সব শব্দের পরিবর্তে “k” অথবা “kw” দিয়ে বানান করা হবে। উদাহরণস্বরূপ- kwiet, ekwipment ও antike।’

‘এপ্রিল ফুল’ প্রাঙ্কে কেমব্রিজ ডিকশনারি এমন পথ বেছে নেওয়ায় অনুসারীদের তোপের মুখেও পড়তে হয়। নানা সমালোচনা করে অনেকেই এটিকে ‘ফালতু’পদ্ধতি বলে মন্তব্য করেছেন। অনেকে পেজটিকে আনফলো করার কথাও বলেছেন। কেউ কেউ কিউ অক্ষের বানানগুলো ‘কিউইউ’ বা ‘কে’ দিয়ে লিখে মন্তব্য করেছেন।

আরও পড়ুনকুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, অংশ নিয়ে ইংল্যান্ড ভ্রমণের সুযোগ ৫ ঘণ্টা আগেআরও পড়ুন ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং-ফেব্রিক ইঞ্জিনিয়ারিং-অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা, আবেদনের সুযোগ আরও ২০ দিন৩০ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ র ফ য় ড ফ সব ক প জ ন ট জ নদ র

এছাড়াও পড়ুন:

অহেতুক সড়ক অবরোধ থেকে বিরত থাকতে বলল ডিএমপি

রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবিদাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে যখন-তখন সড়ক অবরোধ করছে। এতে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, ফলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত। যানজট কমানোর জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্ত চেষ্টা করছে। কারণে-অকারণে রাস্তা অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো।

সম্পর্কিত নিবন্ধ