সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, মূল বেতন ১ লাখ ৪৯ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি
Published: 2nd, April 2025 GMT
সরকারি সংস্থা বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংস্থায় এক্সিকিউটিভ ডিরেক্টর (টেকনিক্যাল) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (টেকনিক্যাল)পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ–৫-এর স্কেলে ৩.
বয়স: ২০২৫ সালের ২৭ এপ্রিল ৪৫ থেকে ৬০ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
বেতন: মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, মেডিকেল-সুবিধা, জ্বালানি, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। যাঁরা স্মারক নং-২৭.৩১.০০০০.০০৫.২৩.০১২.২৩.২৮৮ (তারিখ: ৬ নভেম্বর ২০২৪)–এর আওতায় নিয়োগ বিজ্ঞপ্তিতে এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ার) পদে আবেদন করেছিলেন, তাঁরাও আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি, বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল), আইইবি ভবন (অষ্টম ফ্লোর), ৮/এ, রমনা, ঢাকা।
আবেদনের শেষ সময়: ২৭ এপ্রিল ২০২৫।
আরও পড়ুনওজোপাডিকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি৩০ মার্চ ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যশোর শিক্ষা বোর্ডে দশম শ্রেণির ছাড়পত্র, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির শিক্ষার্থীদের ছাড়পত্রের (e-TC) অনুমতির জন্য অনলাইনে আবেদন চলছে। আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
কিছু তথ্য–১. কোনো অবস্থাতেই উল্লেখিত সময়ের পর ছাড়পত্রের (e-TC) অনুমতি প্রদান করা হবে না।
২. উল্লেখিত সময়ের পর সব প্রতিষ্ঠানপ্রধানকে কোনো অবস্থাতেই ছাড়পত্রের আবেদনে সুপারিশ/স্বাক্ষর না করার জন্য বলা হয়েছে।
৩. একটি বিদ্যালয়ে একটি শ্রেণিতে ১৫ জনের বেশি শিক্ষার্থী ছাড়পত্রের (e-TC) মাধ্যমে ভর্তি হতে পারবে না।
৪. অন্য বোর্ড থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের বোর্ডের নিবন্ধন রসিদপ্রাপ্তির পর যশোর বোর্ডে জমা দিতে হবে।
৫. শিক্ষার্থীর বিভাগ ও বিষয় ভর্তি-ইচ্ছুক বিদ্যালয়ে অধ্যয়নের জন্য বোর্ডের অনুমতি থাকলেই ভর্তি করা যাবে।
৬. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করা ভিন্ন অন্য কোনো ব্যক্তি তাঁর পোষ্যকে যুক্তিসংগত কারণ থাকলে ৮০০ টাকা ফি প্রদান করে যশোর বোর্ডের অধীন যেকোনো বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে ছাড়পত্রের (e-TC) অনুমতিপ্রাপ্তির আবেদন করতে পারবেন।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫: পদার্থবিজ্ঞানে ভালো নম্বর পেতে হলে২৫ এপ্রিল ২০২৫অনলাইনে আবেদন এবং সোনালি সেবার নিয়ম–বোর্ডের ভেতরে (e-TC) এবং আন্তবোর্ড বদলি/ছাড়পত্র (e-BTC) অনলাইনে আবেদন এবং সোনালি সেবা করার নিয়মাবলি দেওয়া হলো।
১. যশোর বোর্ডের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২. বাঁ পাশে Our Service থেকে Institute Panel বাটনে ক্লিক করতে হবে।
৩. প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন হবে।
৪. বাঁ পাশের মেনুবার থেকে e-TC Application থেকে Creat Application মেনুতে ক্লিক হবে।
৫. আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর সোনালি সেবা প্রিন্ট করে সোনালী ব্যাংকে ফি জমা করতে হবে।
৬. সোনালী ব্যাংকে ফি জমা হলে এবং ভর্তি-ইচ্ছুক বিদ্যালয় কর্তৃক অনলাইনে একই প্যানেল থেকে গ্রহণ করলে (Accept) স্বয়ংক্রিয়ভাবে (e-TC) আবেদন অনুমোদন হয়ে যাবে। অনুমোদনের পর একই প্যানেল থেকে চিঠি প্রিন্ট করা হবে।
৭. আন্তবোর্ড ই-বিটিসির (e-BTC) ক্ষেত্রে ওপরে বর্ণিত একই পদ্ধতি অনুসরণ করতে হবে। তবে ভর্তি-ইচ্ছুক বিদ্যালয় কর্তৃক অনলাইনে (Accept) করার প্রয়োজন নেই।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনবেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার২ ঘণ্টা আগে